ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ, আমানতে ৬ শতাংশ
  2018-06-20 18:57:36  cri
বেসরকারি ব্যাংক ঋণ ও আমানতের সুদের হার কমিয়ে যথাক্রমে ৯ শতাংশ ও ৬ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক-বিএবি।

বুধবার গুলশানে বিএবির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মজুমদার। শিল্পের প্রসার ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে এ সব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিএবি সভাপতি। আগামী ১ জুলাই থেকে তা কার্যকর হবে। বর্তমানে ব্যাংকগুলোতে ঋণের সুদ হার ১৪-১৫ শতাংশ। ঋণের সুদ কমাতে প্রস্তাবিত বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে করপোরেট কর কমানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040