কোরীয় উপদ্বীপের শান্তি ও নিরাপত্তায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
  2018-06-20 18:32:16  cri
জুন ২০: কোরীয় উপদ্বীপের শান্তি ও নিরাপত্তার জন্য চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের তৃতীয়বারের মতো চীন সফর কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্রমুক্তকরণ ও টেকসই শান্তি বাস্তবায়নে সহায়ক হবে বলে আশা করা হয়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিউং-ওয়াহ আজ (বুধবার) সিউলে বিদেশি সাংবাদিকদের সঙ্গে এক আলোচনাসভায় এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, দক্ষিণ-উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের পানমুনজাম বৈঠক এবং উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ নেতাদের সিঙ্গাপুর বৈঠকের পর কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সমস্যা সমাধানের নতুন যুগে প্রবেশ করেছে। দক্ষিণ কোরিয়া পরমাণু অস্ত্রমুক্তকরণ ও টেকসই শান্তির প্রত্যাশা করে। তবে পরমাণু অস্ত্রমুক্তকরণ সম্পূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার আগে সংশ্লিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করবে না দক্ষিণ কোরিয়া। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040