জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া দুঃখজনক:চীন
  2018-06-20 18:20:46  cri

জুন ২০: চীন সবসময় বহুপক্ষবাদের প্রস্তাবক ও রক্ষাকারী। চীন মানবাধিকার পরিষদসহ ব্যবস্থার কাজ সমর্থন দিয়ে থাকে এবং বিশ্বব্যাপী মানবাধিকার উন্নয়ন ও রক্ষা এগিয়ে নিয়ে যায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাবার বিষয়ে কেং শুয়াং বলেন, চীন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে দু:খ প্রকাশ করে। জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদনে মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। এই পরিষদ মানবাধিকার বিষয় নিয়ে সংলাপ ও সহযোগিতা, বিনিময় ও পারস্পরিক শিক্ষা ও মানবাধিকার উন্নয়ন এগিয়ে নিয়ে যাবার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। চীন অব্যাহতভাবে নানা পক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকারের সুষ্ঠু উন্নয়নে অবদান রাখবে বলে উল্লেখ করেন মুখপাত্র। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040