বেইজিংয়ে সি চিন পিং ও কিম জং উনের বৈঠক
  2018-06-20 15:48:36  cri
জুন ২০: গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক উন্নয়ন এবং কোরীয় উপদ্বীপ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন দুই নেতা। সুষ্ঠুভাবে দু'দেশের সম্পর্ক রক্ষা, সম্পর্ক জোরদার ও উন্নয়নে একমত হয়েছে দু'পক্ষ।

সম্প্রতি কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিঙ্গাপুর বৈঠক সফল হওয়ায় আনন্দ প্রকাশ করেন প্রেসিডেন্ট সি। বৈঠকে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ এবং কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একমত হয়েছে দু'পক্ষ। এর ভূয়সী প্রশংসা করে চীন। চেয়ারম্যান কিম জং উনের এবারের চীন সফরে দুই দেশের দুই পার্টি ও প্রশাসনে কৌশলগত যোগাযোগের গুরুত্ব ফুটে উঠেছে।

তিন মাসে কিম জং উনের সঙ্গে তিনবার বৈঠকের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, এটি দুই পার্টি ও দুই দেশের সম্পর্কের উন্নয়নে দিকনির্দেশনা দিয়েছে এবং উন্নয়নের নতুন অধ্যায় উন্মোচন করেছে।

কিম জং উন বলেন, প্রেসিডেন্ট সি তাদের 'ভীষণ সম্মানজনক ও আস্থাবান' মহান নেতা। উত্তর কোরিয়াকে মূল্যবান সহায়তা দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040