যুক্তরাষ্ট্রের 'বাণিজ্য-সন্ত্রাস' ওয়াশিংটনকে রক্ষা করতে পারবে না: বেইজিং
  2018-06-20 15:47:00  cri
জুন ২০: আমদানি বাণিজ্যে শুল্ক আরোপের যে ধারাবাহিক উদ্যোগ মার্কিন সরকার নিয়েছে, তাকে পুরোপুরি 'বাণিজ্য-সন্ত্রাস' বলে আখ্যায়িত করেছে চীনের গণমাধ্যম।

জনমত বলছে, যুক্তরাষ্ট্রের অপচেষ্টার মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্র এবং বিশ্বস্বার্থকে উপেক্ষা করেছে। দেশটির তথাকথিত 'বাণিজ্যিক ভারসাম্য' আসলে বাণিজ্য শুল্কের অজুহাতে রাজনীতি, অর্থনীতি, সামরিক ও বৈজ্ঞানিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নিজের আধিপত্য ধরে রাখার চেষ্টা। এই আচরণ অবাধ বিশ্ব বাণিজ্য, আর্থিক বিশ্বায়ন এবং বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা নষ্ট করবে। এটি যেন 'বাণিজ্য-সন্ত্রাস', যা বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে।

তবে 'বাণিজ্য-সন্ত্রাস' যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারবে না। শুরুর দিকে চীন স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেছে। চীন নিজ দেশের স্বার্থ ও চীনা জনগণের স্বার্থ এবং আর্থিক বিশ্বায়ন ও বহুপাক্ষিক বাণিজ্য-ব্যবস্থা দৃঢ়ভাবে রক্ষা করবে।

এদিকে, গত সোমবার ট্রাম্প প্রশাসন এক বিবৃতিতে আরও ২০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেয়। এর আগে ৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করে ওয়াশিংটন।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040