কংগ্রেসের প্রতি বাণিজ্য-নীতির তত্ত্বাবধান জোরদারের আহ্বান জানিয়েছে মার্কিন বাণিজ্যিক গ্রুপ
  2018-06-20 15:37:03  cri

জুন ২০: মার্কিন তেল কমিটি, সয়াবিন কমিটি ও জাতীয় বৈদেশিক বাণিজ্যিক পরিষদসহ প্রায় ৬৯টি বাণিজ্যিক গ্রুপ সম্প্রতি বাণিজ্য-নীতির তত্ত্বাবধান জোরদার এবং কংগ্রেস ও প্রশাসনিক বিভাগের মধ্যে বাণিজ্য-নীতি প্রশাসনের ক্ষমতা ভারসাম্যপূর্ণ করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে।

মার্কিন জাতীয় বৈদেশিক বাণিজ্য পরিষদের গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, এসব বাণিজ্যিক সংস্থা ১৮ জুন সিনেটের অর্থ কমিটির চেয়ারম্যান অরিন হ্যাচ ও প্রতিনিধি পরিষদের অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান কেভিন ব্র্যাডিকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে মার্কিন বাণিজ্য-নীতির উপর তত্ত্বাবধান জোরদারে সমর্থন প্রকাশ এবং প্রেসিডেন্টের বাণিজ্যিক ক্ষমতা প্রয়োগের একটি মামলার শুনানি আয়োজন ও চলমান ক্ষমতাপ্রাপ্ত ব্যবস্থা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, মার্কিন নির্মাতা, খুচরা বিক্রেতা, প্রযুক্তি কোম্পানি, কৃষক ও কৃষি কোম্পানির পক্ষ থেকে তারা মার্কিন সরকারের শুল্ক ও আমদানি কোটা নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহারের বিষয়ে উদ্বিগ্ন।

তারা জানায়, যুক্তরাষ্ট্র ও অন্য বাণিজ্যিক অংশীদারের মধ্যে বাণিজ্যিক হুমকি বৃদ্ধি ও সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ তা বিশাল অনিশ্চয়তা সৃষ্টি করছে। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040