মানবিজ অঞ্চলে মার্কিন ও তুর্কি বাহিনীর প্রবেশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া
  2018-06-20 15:36:13  cri

জুন ২০: সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে দেশটির মানবিজ অঞ্চলে মার্কিন ও তুর্কি বাহিনীর প্রবেশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে, সব ভূখণ্ড মুক্ত করার প্রতি আস্থা আছে সিরীয় সরকারের।

বিবৃতিতে বলা হয়, মানবিজ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সামরিক উপস্থিতি সিরিয়ার সার্বভৌমত্বের উপর আগ্রাসন এবং তাদের উদ্দেশ্য সিরিয়া সংকটের সময় বাড়ানো এবং তা জটিল করা। সিরীয় বাহিনী ও জনগণ যে-কোনো বহিরাগত শক্তির হাত থেকে সব ভূখণ্ড মুক্ত করার ব্যাপারে সংকল্পবদ্ধ এবং তারা দেশের একীকরণ ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

এছাড়া, বিবৃতিতে আন্তর্জাতিক সমাজকে যুক্তরাষ্ট্র ও তুরস্কের আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাতে তাগিদ দিয়েছে সিরিয়া। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040