ই-কমার্স আইনবিষয়ক খসড়ার তৃতীয় কপি পর্যালোচনা,  ভোক্তা অধিকার রক্ষার আহ্বান
  2018-06-20 15:24:58  cri
জুন ২০: গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে ই-কমার্সসংক্রান্ত আইনের খসড়ার তৃতীয় কপি পর্যালোচনা করা হয়, এতে ভোক্তাদের অধিকার রক্ষার আহ্বান জানানো হয়।

অধিবেশনে অংশগ্রহণকারীরা মনে করেন, খসড়ার দ্বিতীয় কপির তুলনায় তৃতীয় কপিতে ই-কমার্স ব্যবসায়ীদের ব্যবসার দায়িত্ব জোরদার হয়েছে এবং ই-কমার্সে বিরোধ মোকাবিলাসহ নানা বিষয় সুবিন্যস্ত হয়েছে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040