সুরের ধারায়- ছেন ই সুন
  2018-06-19 15:55:48  cri

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে মনের কথা ভাগাভাগি করে নিতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব যথেষ্ট, তবে সঙ্গীতের কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে; প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব বিখ্যাত কন্ঠশিল্পী ছেন ই সুনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

প্রথমে শুনুন তার গান 'পথ'। (১)

বন্ধুরা, ছেন ই সুন ১৯৭৪ সালের ২৭ জুলাই চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন গায়ক ও অভিনেতা। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন ব্রিটেনের কিংস্টন বিশ্ববিদ্যালয় থেকে। এখন শুনু ছেন ই সুনের গাওয়া 'একাই থাকি' গানটি শুনবেন। (২)

বন্ধুরা, এখন শুনুন ছেন ই সুনের গাওয়া আরেকটি সুন্দর গান, গানের শিরোনাম 'জীবন'। ১৯৯৫ সালে ছেন ই সুন নতুন গায়কদের জন্য আয়োজিত এক সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তাঁর সঙ্গীতজীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আচ্ছা, এখন আমরা ছেন ই সুনের গাওয়া 'জীবন' গানটি উপভোগ করি। (৩)

বন্ধুরা, এখন যে-গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'আর্ন্ট ইউ গ্ল্যাড'। ছেন ই সুনের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৬ সালে। আর অ্যালবামের নামটি রাখা হয় তার নিজের নামে। ১৯৯৭ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। আচ্ছা, এখন আমরা 'আর্ন্ট ইউ গ্ল্যাড' গানটি শুনি। (৪)

বন্ধুরা, ১৯৯৮ সালে ছেন ই সুনের 'বিশ্বের শ্রেষ্ঠ' শীর্ষক গানটি বাজারে আসে। আর এই গানের মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০০ সালে তিনি 'গানের রাজা' গেয়ে সঙ্গীতমহলে বিশেষ মর্যাদা অর্জন করেন। আচ্ছা, এখন আমরা শুনবো ছেন ই সুনের গাওয়া আরেকটি গান, গানের নাম 'সাত'। (৫)

বন্ধুরা, এখন শুনুন ছেন ই সুনের গাওয়া আরেকটি গান, গানের নাম 'কথা বলো না'। ২০০১ সালে ছেন ই সুন একটি রক সঙ্গীত অ্যালবাম 'আমি' প্রকাশ করেন। ২০০৩ সালে তার আরেকটি অ্যালবাম 'কালো ও সাদা' রিলিজ হয়। এই অ্যালবামের অন্যতম একটি গান 'দশ বছর' সেই বছরের শ্রেষ্ঠ গানের পুরস্কার লাভ করে। আচ্ছা, এখন শুনুন তাঁর গাওয়া 'কথা বলো না' গানটি। (৬)

বন্ধুরা, এখন শুনুন ছেন ই সুনের গাওয়া 'সুন্দর মেয়ে' শীর্ষক একটি গান। সঙ্গীতমহলে ছেন ই সুন অনেক সাফল্য অর্জন করেছেন এবং ২০১১ সালে তিনি নিজেই একটি সঙ্গীত কোম্পানি প্রতিষ্ঠান করেন। এ ছাড়া, তিনি দাতব্যকাজেও খুব সক্রিয়ভাবে যোগ দেন এবং অনেককেই সাহায্য করেছেন। আচ্ছা, এখন শুনুন তার গাওয়া 'সুন্দর মেয়ে' গানটি। (৭)

বন্ধুরা, অনুষ্ঠান শেষে আপনাদের শোনাবো ছেন ই সুনের গাওয়া আরেকটি সুন্দর গান; গানের নাম 'সৌন্দর্য'। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে ছেন ই সুনের গাওয়া কয়েকটি গান শুনিয়েছি, আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040