বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত, বিশ্ববাসীর শান্তি কামনা
  2018-06-16 19:08:56  cri
আনন্দ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে শনিবার উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদ।

রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মন্ত্রীপরিষদ সদস্য, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শরিক হন ঈদ জামাতে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ৫টি ঈদ জামাত। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোর এ শহীদ ঈদগাহ ময়দানে। ৬ লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন সেখানে। নামাজ শেষে বাংলাদেশ, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040