সুরের ধারায়----যৌবন
  2018-06-14 15:05:53  cri



ব্রিটেনের বিখ্যাত লেখক অস্কার ওয়াইল্ড (Oscar Wilde) লিখেছেন, যৌবন সবচেয়ে মূল্যবান সম্পদ। যৌবন সম্পর্কে এমন অনেক প্রশংসার কথা রয়েছে। প্রতিটি মানুষ যুবক ছিল বা হবে। জীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ের সঙ্গে প্রতিটি মানুষের অনেক অনুভূতি জড়িত। তাই তারা যৌবন নিয়ে আলোচনা করে, কবিতা লিখে ও গান গায়। আজকের অনুষ্ঠানে আমরা যৌবন সম্পর্কে কিছু গান শুনবো।

অনেকেই তারুণ্যের দীপ্তিকে সূর্যালোকের সঙ্গে তুলনা করেছেন। যা সবসময় তাদের মনকে উত্সাহিত করে। বড় হওয়ার পর পিছন ফিরে দেখলে বোঝা যায়, যৌবন ছিল জীবনের শ্রেষ্ঠ সময়। অফুরন্ত প্রাণশক্তি, ভাবনামুক্ত মন, সব কাজ করার সাহস ও ভবিষ্যতের প্রত্যাশা। আপনি কখনও এ-ভাবে ভেবেছেন? যৌবনের সব সুন্দর আনন্দময় মুহূর্ত, অনুভূতি ও স্মৃতি রেকর্ড করে রাখলে, পরবর্তীতে তা দেখলে যেন আবার যৌবনের সময়ে ফিরে যাওয়া যাবে।

সবাই যুবক থেকে প্রাপ্তবয়স্ক মানুষ হয়। যৌবনের অভিজ্ঞতা আমাদের পরিপূর্ণ করে তোলে। এ সময়ের যে কোনো কাজ তার ভবিষ্যত জীবনে প্রভাব ফেলে। আর এ-সব অভিজ্ঞতার মধ্য দিয়েই বর্তমান অবস্থায় পৌঁছায় মানুষ। প্রতিটি লোকের যৌবনেই হয়ত এমন একজন ছিল, যে আপনার ওপর বিশেষ প্রভাব ফেলেছে। তার প্রতি আপনার বর্তমান অনুভূতি কেমন?

যৌবন ভালো হলেও তা সবসময় চমত্কার হয় না। এ সময় প্রত্যেকে নিজের জীবনের বাধা বা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তবে যৌবনের শক্তি দিয়ে প্রতিকূলতাকে জয় করা যায়। অবিরাম চেষ্টা করা যায়। একদিকে যৌবন মানে আশা। প্রতিটি যুবক আশাব্যঞ্জক। তাই সেসব নবীন মানুষের কাছে ব্যর্থতা সমস্যা নয়। আবার শুরু করার সাহস বজায় রেখে নতুন ভবিষ্যত গঠন করতে পারে যুবকরাই।

যৌবনের চেতনা কি? কেউ কেউ বলে, সাহসের সাথে নিজের স্বপ্ন অনুসরণ করা। বন্ধুরা, পরের গানের নাম 'গর্বিত কিশোর'; গেয়েছে চীনের সংগীত দল NZBZ। এই গানে বলা হয়, শুরুতে আমি ছিলাম এক সহজ-সরল শিশু। বড় হওয়ার পথে আমি অনেক কেঁদেছি ও ব্যর্থ হয়েছি। কিন্তু আমি বুঝেছি সব চেষ্টার পর, ব্যর্থ বা সফল হওয়া এত গুরুত্বপূর্ণ নয়। পৃথিবী এত বড় ও ভালো! আমি নিজের মন স্থির করে সামনে দৌড়াতে চাই, স্বপ্ন অনুসরণ করতে চাই, আবার বিজয়ের গান গাইতে চাই!

প্রত্যেক মানুষের যৌবনে বিশেষ স্মৃতি আছে। যৌবনের কথা উল্লেখ করলে আপনার কি মনে হয়? বন্ধুরা, এখন শুনুন চীনা গান 'সেই বছরের গরমকাল।'

শেক্সপিয়ার বলেছেন, যৌবন একটি সুন্দর স্বপ্ন। যখন মানুষ জেগে ওঠে তখন স্বপ্ন হারিয়ে যায়। মানুষ সবসময় মূল্যবান জিনিস হারানোর পর বুঝতে পারে, তা কত মূল্যবান! অনেকে বড় হওয়ার পর যৌবনের সময় নষ্ট করার জন্য অনুতপ্ত হয়। তখন তারা বুঝতে পারে, যৌবনের সময় ভালোভাবে কাটানোর জন্য কি কি করা উচিত। এটি যেন জীবনের সবচেয়ে পরিতাপের বিষয়! যে সময় পার হয়ে যায়, তা আর ফিরে আসে না। আর জীবনে শুধু যৌবনই নয়, ভবিষ্যতে অনুতাপ না করার জন্য বর্তমানের সময়কে মূল্য দেওয়াও অনেক গুরুত্বপূর্ণ।

কেউ কেউ বলে, যৌবন জীবনের একটি পর্যায় নয়, বরং মনের এক ধরনের অবস্থা। আমিও তাই মনে করি। এমন অনেক লোক আছে, তারা বৃদ্ধ হলেও তরুণের মন ধরে রাখতে পারে। বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষে আমরা চীনা গান 'আমার যৌবন' শুনবো। আশা করি আপনার বয়স যাই হোক-না-কেন, আপনি যুবকের মন বজায় রাখতে পারবেন, নিজের স্বপ্ন অনুসরণ করতে পারবেন, এবং জীবন উপভোগ করতে পারবেন।

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040