Web bengali.cri.cn   
আজকের টপিক: শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলন ২০১৮
  2018-06-11 16:24:40  cri


সুপ্রিয় শ্রোতা, গতকাল (রোববার) সকালে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) অষ্টাদশ শীর্ষসম্মেলন চীনের শানতুং প্রদেশের ছিংতাও শহরে অনুষ্ঠিত হয়। এসসিও'র সদস্য সংখ্যা বাড়ার পর প্রথম অনুষ্ঠিত শীর্ষসম্মেলন এটি। এসসিও'র সদস্য দেশগুলোর শীর্ষনেতারা, বিভিন্ন সংস্থার প্রধান, পর্যবেক্ষক দেশের শীর্ষনেতারা এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রধানরা এ সম্মেলনে অংশ নেন। অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের অতিথিরা এসসিও'র উন্নয়ন পর্যালোচনা করে এই সংস্থার চলমান অবস্থা, দায়িত্ব ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতৈক্যে পৌঁছেছেন তাঁরা।

এবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন প্রথমবারের মতো সদস্য দেশের শীর্ষনেতা হিসেবে এ সম্মেলনে অংশ নেন।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ সম্মেলনে ভাষণ দেন। তাঁর ভাষণে শুরুতেই গত এক বছরে এসসিও'র চেয়ারম্যান দেশ হিসেবে চীনকে ব্যাপক সমর্থন দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট সি।

এবার 'শাংহাই চেতনা' বারবার জোরালো হয়, শাংহাই চেতনা কিভাবে বোঝেন?

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040