'রোববারের আলাপন'-180610
  2018-06-10 15:25:13  cri

 


টুটুল: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। সুদূর বেইজিং থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন সাপ্তাহিক অনুষ্ঠান 'রোববারের আলাপন'। অনুষ্ঠানটিতে আপনাদের সঙ্গে আছি এনামুল হক টুটুল ও শিয়েনান আকাশ ।

বন্ধুরা, এ অনুষ্ঠানে আপনারা বিশ্বের বিচিত্র সব বিষয় নিয়ে সাক্ষাতকার এবং আলোচনা শুনবেন। শুনবেন আমাদের দৈনন্দিন জীবনের সুখ দু:খের অনেক কাহিনীও। আশা করি, আপনাদের ভাল লাগবে।

আকাশ: বন্ধুরা, আমি স্পোর্টস খুবই পছন্দ করি। আমি ঢাকায় থাকার সময়, কনফুসিয়াস ক্লাসরুমে চীনা ভাষা শেখানোর দায়িত্ব শেষ করে উত্তরা ১৪ নম্বর সেক্টরের পার্কে গিয়ে রানিং করি।

টুটুল:আচ্ছা, আচ্ছা, প্রতিদিন কত কিলোমিটার?

আকাশ: প্রায় ৫ কিলোমিটার। শুক্রবারে ছুটির সময় বেশি করি। তখন প্রায় ১০ কিলোমিটার হবে। রানিং করার সময় সংগীতও শুনি। অনেক ঘাম, কিন্তু অনেক আনন্দ পাই। সারা দিনের সব ক্লান্তি বা দু:খ কষ্ট দূর হয়ে যায়।

টুটুল: হ্যাঁ, ভাই। খুশির সময় রানিং করলে খুশি দ্বিগুণ হয়। আর যখন অসুখী তখন রানিং করলে দু:খ একেবারে শেষ!

আকাশ: একদম ঠিক। রানিং করতে করতে মানুষের অধ্যবসায়ের ক্ষমতাও বেড়ে যায়। তুমি কি আমার সাথে একমত ভাই?

টুটুল: হ্যাঁ। হান্ড্রেড পার্সেন্ট।

আকাশ: আমি যেখানেই থাকিনা কেন, রানিং হচ্ছে আমার সবচেয়ে খুশির ব্যাপার। রানিং হচ্ছে আমার ঘনিষ্ঠ বন্ধু ও শিক্ষক!

টুটুল: আচ্ছা, আচ্ছা। ভাইয়া, এখন আমি আমার রানিংয়ের অভিজ্ঞতা শ্রোতাবন্ধুদের কাছে শেয়ার করতে চাই। ...

আকাশ: বন্ধুরা, রানিং আমাদের জীবন পরিবর্তন করতে পারে। আমরা একসাথে রানিং পরিবারে অংশ নেবো, কেমন? আমরা আশা করি আপনারাও আপনাদের রানিংয়ের গল্প আমাদের সাথে শেয়ার করবেন ? কেমন?

টুটুল: হ্যাঁ। রানিং আমাদের ব্যাপক অনুপ্রেরণা দিতে পারে। এটা হচ্ছে চার্মিং অব স্পোর্টস।

বন্ধুরা, আজ আমরা আবার স্পোর্টস সম্পর্কে বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের গল্প আপনাদের জানাবো, কেমন?

আকাশ: বন্ধুরা, এখন আমরা শুনবো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী কমিটির সদস্য মিস্টার হুয়াং সি মিয়ানের সাক্ষাত্কার। সাক্ষাত্কারে তিনি বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে কথা বলেছেন। আশা করি, এর মাধ্যমে আপনারা অনেক তথ্য জানতে পারবেন, পাবেন আনন্দ।

(সংগীত)

হোস্ট: হ্যালো মিস্টার হুয়াং, আমরা বলতে পারি যে,আপনি চীনের অলিম্পিকের একজন সাক্ষী। চীনের স্পোর্টস আন্তর্জাতিক স্পোর্টসের ক্ষেত্রে বা আন্তর্জাতিক অলিম্পিকে কি কি অবদান রেখেছে বলে আপনি মনে করেন?

মিস্টার হুয়াং: এটা আমার সৌভাগ্য যে, বেইজিং ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক এবং বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী আমি। এর পাশাপাশি আমি খুব সৌভাগ্যবান যে, আমি এই দু'বারের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সমন্বয় কমিশনের সাথে যুক্ত। ২০১৫ সালে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখের সাথে আয়োজক শহর বেইজিং এবং চাং চিয়াখৌ নিয়ে চুক্তি স্বাক্ষর নিয়ে আমি খুব সম্মানিত।

এ সময়ের মধ্যে আমরা সবাই দেখতে পাই যে, চীনে বিশেষ করে বেইজিংয়ে স্পোর্টসের দ্রুত উন্নয়ন হয়েছে। বেইজিং ২০০৮ অলিম্পিক গেমস আয়োজনের কারণে অলিম্পিক গেমস আরো দ্রুত উন্নত হয়েছে । আমি নিশ্চিত যে, বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস শীতকালীন স্পোর্টস চীনে এবং পূর্ব এশিয়ায় আরো এগিয়ে নিয়ে যাবে। চীনের খেলোয়াড়দের অসাধারণ পারফরমেন্স এবং চীনের বিভিন্ন ধরনের স্পোর্টস আয়োজনের ক্ষমতা চীনের স্পোর্টিং ক্ষমতা শক্তিশালী করবে।

হোস্ট: বেইজিং সাফল্যের সাথে শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ এর বিড করে, বেইজিং অনেক শীতকালীন স্পোর্টস আয়োজন করেছে। আমি বিশ্বাস করি আপনিও বেইজিংয়ের লোকজনের অলিম্পিকের আবেগ অনুভব করতে পারেন। আপনি এ ক্ষেত্রে আপনার কিছু অনুভূতি শেয়ার করতে পারবেন?

মিস্টার হুয়াং: বেইজিং ইতোমধ্যে একটা ভাল শুরু করেছে। এ কয়েক বছরে বেইজিং সাফল্যের সাথে অনেক শীতকালীন স্পোর্টস আয়োজন করেছে। দক্ষিণ কোরিয়ার ইয়োংচাং শীতকালীন অলিম্পিক গেমস শেষ হবার পর বিশ্বের নজর এখন বেইজিংয়ের উপর। আমি নিশ্চিত যে, আরো বেশি শীতকালীন স্পোর্টস এবং টেস্ট ইভেন্ট বেইজিং ও চাং চিয়াখৌ শহরে আয়োজিত হবে।

আমি ভাবছি এটা বেইজিং নাগরিকদের শীতকালীন স্পোর্টসের দিকে অনেক আগ্রহ সৃষ্টি করবে। কেবল যুবকদের স্বার্থই আকর্ষণ করবেনা, এটা শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থকেও আকর্ষণ করবে। আসলে এ সকালে আমি 'ওয়াং কে কোম্পানির' একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে একটি সম্মেলনে অংশগ্রহণ করি। তারা বলেন, 'ওয়াং কে কোম্পানিও' সবসময় স্কি পারফরমেন্স প্রোমোট করার চেষ্টা করছে।

আমি বিশ্বাস করি যখন বেইজিং শীতকালীন অলিম্পিকের প্রস্তুতি সম্পন্ন হবে, তখন সারা চীনের অনেক তরুণরা শীতকালীন স্পোর্টসে আগ্রহ পাবেন এবং তাদের সাথে জড়িত হবেন।

হোস্ট: ইয়োংচাং শীতকালীন অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে বেইজিং ৮ মিনিটের একটি পারফরমেন্স প্রদর্শন করে। এর মাধ্যমে বোঝানো হয় যে, আনুষ্ঠানিকভাবে শীতকালীন অলিম্পিক গেমস 'বেইজিং টাইম'-এ প্রবেশ করেছে।

বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ সম্পর্কে আপনি কি কি প্রস্তাব আমাদের দিতে চান?

মিস্টার হুয়াং: এবারের যাত্রায় আমি সাইট ভিজিট করার সুযোগ পাইনি। কিন্তু ৩০ মার্চ আমি স্থানীয় অলিম্পিক কমিটির সম্মেলনে অংশগ্রহণ করব। কিন্তু বেইজিং অলিম্পিক গেমস কমিটির দেওয়া কর্মরিপোর্ট থেকে দেখা যায়, আমরা খুবই খুশি বলতে চাই, এ পর্যন্ত বেইজিং- চাং চিয়াখৌ দ্রুতগতির রেল সহ সব ধরনের নির্মাণ ও প্রস্তুতিমূলক কাজে ভাল অগ্রগতি অর্জিত হয়েছে। আমি খুবই নিশ্চিত যে, সব কাজ পরিকল্পিত সময়ের মধ্যে সম্পন্ন হবে।

হোস্ট: ইয়োংচাং শীতকালীন অলিম্পিক গেমসের কোন খেলোয়াড় আপনাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে?

মিস্টার হুয়াং:আমি সবসময় শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং পছন্দ করি। ২০০২ সালে সল্ট লেক শীতকালীন অলিম্পিক গেমসে ইয়াং ইয়াং চীনের জন্য প্রথম শীতকালীন অলিম্পিক গেমসের 'গোল্ড মেডেল' অর্জন করেন। উ তাচিং ইয়োংচাং শীতকালীন অলিম্পিক গেমসে রেকর্ড ভেঙ্গে দিয়ে 'গোল্ড মেডেল' অর্জন করেন। এটা হচ্ছে আমার প্রিয় স্পোর্টসের মধ্যে একটা। আমি দেখেছি ফ্রি স্টাইল স্কেটিং ইভেন্টে চীনের তরণ খেলোয়াড়রা খুব ভাল পারফরমেন্স করেছেন। আমি নিশ্চিত যে, এ কয়েক ধরনের ইভেন্টে চীন অনেক ভাল পারফরমেন্স করবে বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসে।

হোস্ট: আপনি ইয়োংচাং শীতকালীন অলিম্পিক গেমসে চীনের খেলোয়াড়দের পারফরমেন্স দেখার পর আপনার মতে চীনের ভবিষ্যতে শীতকালীন গেমসের কোন কোন ইভেন্টে ভালো প্রত্যাশা আছে?

হুয়াং: আমি মনে করি শর্ট ট্র্যাক, কার্লিং ও স্নোবোর্ড। আমি বিশ্বাস করি চীন এ ধরনের ইভেন্টগুলোতে ভাল পারফরমেন্স করতে পারবে। আমি বিশ্বাস করি, এসব ইভেন্ট চীনের তরুণতরুণীদের মধ্যেও অনেক জনপ্রিয়।

হোস্ট: টেকসই ক্ষেত্রে আপনার প্রত্যাশা এবং প্রস্তাব কি?

হুয়াং: আমরা খুব খুশি চীন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অভিন্ন ধারণা যে, সর্বনিম্ন ব্যায়ে সর্বোচ্চ গেমস আয়োজন।এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আসলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সংস্কার করছে। এতে আমরা আরো ঘনিষ্ঠ এবং কোঅর্ডিনেটিভ হবো। আমরা সক্রিয়ভাবে বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটিকে সমর্থন করতে থাকি।

হোস্ট: আপনার মতে সত্যিকার "অলিম্পিক ধারণা" কি? আমাদের সমাজের জন্য এটার ইতিবাচক ভূমিকা কি?

হুয়াং: অবশ্যই অলিম্পিক গেমস সবার জন্য একটি বড় আয়োজন। বিশেষ করে বিশ্বের যুব সমাজের জন্য। বেইজিং ২০০৮ অলিম্পিক গেমস আমাদের জন্য অনেক মহান উত্তরাধিকার, আসলে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট (সাবেক প্রেসিডেন্ট) জ্যাকস রগস রিপোর্টে লিখেছেন, বেইজিং অলিম্পিক গেমস হচ্ছে একটি ব্যতিক্রমী ইভেন্ট।

২০০৮ বেইজিং অলিম্পিক গেমসের সবকিছু এখন আবার ব্যবহার করা হবে ২০২২ অলিম্পিক গেমসের জন্য। আমি বিশ্বাস করি বেইজিং ২০২২ অলিম্পিক গেমস জনগণের আগ্রহ আরো বৃদ্ধি করবে এবং চাং চিয়াখৌ শহরসহ সংশ্লিষ্ট শহরের অর্থনীতিও উন্নত করবে। এগুলো হচ্ছে কিছু টেকসই লিগ্যাসি যা আমরা প্রত্যাশা করছি।

আমরা পরিকল্পনা করি, এটা শুধুমাত্র একটি অলিম্পিক গেমসই নয়, এটি তরুণ ও জনগণের একটি গ্র্যান্ড পার্টি। আমরা বেইজিংয়ের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা করে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের মাধ্যেমে সমাজের ইতিবাচক সুযোগ প্রদান করা হবে। আমাদের সবারই সমাজের অগ্রগতির উপর নজর রাখা উচিত। আমরা একটি অদ্বিতীয় শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করব। আমি আশা করি আমরা সফল হব।

হোস্ট: সম্প্রতি আপনি যুব অলিম্পিক গেমসের প্রোমোশন নিয়ে খুব ব্যস্ত। আমাদেরও একটি স্লোগান আছে: 'স্নো এবং আইস স্পোর্টস তরুণদের মাধ্যমে জনপ্রিয় করা হবে'। এ স্লোগান নিয়ে আপনার মতামত কি?

হুয়াং: তরুণতরুণী হচ্ছেন দেশ এবং বিশ্বের ভবিষ্যত। আসলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একটি মৌলিক মিশন আছে। তা হচ্ছে যুবকদের সত্য স্পোর্টস শিক্ষা দেওয়া এবং তাদেরকে সমাজের একটি খুব দরকারি অংশ হয়ে ওঠা নিশ্চিত করা।

আমরা খুব সক্রিয়ভাবে যুব অলিম্পিক গেমস সমর্থন করি। আমরা প্রথম যুব অলিম্পিক গেমস আয়োজন করেছি সিঙ্গাপুরে। আমি এটা দেখে খুব খুশি যে, বেইজিং একই দর্শন গ্রহণ করেছে যা তরুণদের শীতকালীন গেমসে উত্সাহ দেয়। কারণ এটা হচ্ছে এই ধরনের স্পোর্টসের জন্য ভিত্তি, পাশাপাশি তরুণদের জন্য এটা একটা উন্নয়নের সুযোগও। এটা আমি সমর্থন করতে আগ্রহী।

হোস্ট: স্যার, আপনার দেশে স্কুলের কোর্সগুলোতে স্পোর্ট শিক্ষা, বিশেষ করে তরুণদের জন্য বরফ খেলাসম্পর্কিত কোনো কিছু আছে?

হুয়াং: সিংগাপুর চীনের মত, উন্নয়নের মান একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পর, জনগণ সব ধরনের স্পোর্টসে অংশ নিত খুব আগ্রহী হয়ে ওঠে। সিঙ্গাপুর একটি 'ট্রপিক্যাল আইল্যান্ড'। শীতকালে সিঙ্গাপুরের জনগণ দেশের বাইরে ভ্রমণ করতে খুব পছন্দ করে। তারা দক্ষিণ করিয়া, জাপান, যুক্তরাষ্ট্র , কানাডা ও ইউরোপে স্কি এবং স্কেটিং করে আনন্দ পায়।

এ ছাড়া সিঙ্গাপুরের অনেক শিক্ষার্থী বিদেশে গিয়ে লেখাপড়া করেন। তখন তারা সেখানে শীতকালীন স্পোর্টস খুব উপভোগ করেন। এজন্য যদিও সিঙ্গাপুরের আবহাওয়া ও সুযোগসুবিধা শীতকালীন গেমসের জন্য উপুক্ত নয়, কিন্তু এটা হলেও জনগণ বিশেষ করে তরুণরা শীতকালীন স্পোর্টস খুব পছন্দ করে।

হোস্ট: আপনি যখন তরুণ, তখন সিঙ্গাপুরের পক্ষ থেকে অনেক স্পোর্টসে অংশগ্রহণ করে ভাল ফলাফল অর্জন করেছেন। আপনার স্পোর্টসের প্রতি যে ভালবাসা, তা কি আপনাকে অলিম্পিকের সাথে যুক্ত করেছে?

হুয়াং: এটা একটি খুবই ভাল প্রশ্ন। আসলে এটা ঠিক। আমি স্কুলে খুবই সক্রিয় ছিলাম, বিভিন্ন ধরনের স্পোর্টস প্রশিক্ষণে আমি অংশ নিয়েছি। কিন্তু আমার সত্য রূপান্তর যুক্তরাষ্ট্রে থাকার সময় ঘটে।

আমি যখন হাই স্কুলে পড়ি, তখন আমি সেইলিং ও স্কি শিখেছি।

আমি ভাবছি এটা আমার জীবন পরিবর্তন করেছে। প্রথমত, এ দুটি স্পোর্টস আমি সারাজীবনে খুব উপভোগ করি। দ্বিতীয়ত, এ দুটি স্পোর্টসের মাধ্যমে আমি স্পোর্টস প্রশাসনের সাথে যুক্ত হই। যেমন- প্রেসিডেন্ট অব সিঙ্গাপুর সেইলিং, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইত্যাদি। এজন্য আমি বিশ্বাস করি স্পোর্টস আমার জীবন বদলে দিয়েছে। আমিও আশা করি, স্পোর্টস অনেক তরুণদের জীবন পরিবর্তন করে দিতে পারে।

হোস্ট: অবশেষে আপনি একটি বাক্যে বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে প্রত্যাশা প্রকাশ করুন।

হুয়াং: আমি আশা করি, বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস হবে একটি গেমস, যা বিশ্বের সব মানুষ পছন্দ করবে। এর পাশাপাশি এটা পরবর্তী অলিম্পিক গেমসের জন্য একটি মডেল হবে।

আকাশ: সুপ্রিয় বন্ধুরা, আজ এখানেই শেষ করছি আমাদের এ অনুষ্ঠান। আপনারা যদি অনুষ্ঠান সম্পর্কে কোনো কিছু জানতে চান বা বলতে চান তাহলে আমাদের কাছে email করতে পারেন বা টেলিফোন করতে পারেন। আমাদের email ঠিকানা হলো হলো xienan@cri.com.cn. এবং আমাদের টেলিফোন নম্বর হলো: 00861068892420

প্রিয় শ্রোতা, এবার বিদায়ের পালা। আবারও আপনাদের সাথে কথা হবে । সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়েন। (আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040