সহজ চীনা ভাষা-'শরৎকাল'
  2018-06-19 15:57:58  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আজ থেকে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে আপনাদের চীনা ভাষার আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

আজ এর প্রথম পাঠ থেকে কিছু শেখাবো। চীনের প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণীর প্রথম পাঠ 'শরৎকাল'। আর চীনা ভাষায় শরৎকালকে বলে :秋天। আচ্ছা, আমরা প্রথমে ছোট এই পাঠের অডিও শুনি।

এই পাঠে মূলত চীনের শরৎকালের সুন্দর দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে। শরৎকাল এসেছে, গাছের পাতা হলুদ হয়েছে। আকাশে বন্য হাঁসের ঝাঁক উত্তরাঞ্চলের ঠান্ডা এলাকা থেকে দক্ষিণাঞ্চলের উষ্ণ এলাকায় উড়ে যাচ্ছে। এখন আমরা এই পাঠের কয়েকটি প্রধান শব্দ আপনাদের শেখাবো।

秋天qiū tiān শরৎকাল

来了lái le এসেছে

天气 tiān qì আবহাওয়া

凉了 láng le ঠান্ডা হয়েছে

树叶shù yè গাছের পাতা

黄了 huáng le হলুদ হয়েছে

一片 yī piàn একটি (পাতা) পরিমাপ শব্দ

叶子 yè zǐ পাতা

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040