ইউয়ান ছুয়ানের গান
  2018-06-16 18:51:01  cri

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে মনের কথা ভাগাভাগি করে নিতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব যথেষ্ট, তবে সঙ্গীতের কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে মনে হয় যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে; প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের কন্ঠশিল্পী ইউয়ান ছুয়ানের গাওয়া কয়েকটি সুন্দর গান শোনাবো।

প্রথমে শুনুন তার গাওয়া 'ফুল' গানটি।

বন্ধুরা, ইউয়ান ছুয়ানের জন্ম ১৯৭৭ সালের ১৬ অক্টোবর। তিনি হলেন চীনের খুব বিখ্যাত অভিনেত্রী এবং গায়িকা। বিশ্ববিদ্যালয়ে তিনি অভিনয় শিখেছেন। আচ্ছা, এখন শুনুনু তার গাওয়া আরেকটি গান, গানের নাম 'মিষ্টি'। (২)

বন্ধুরা, ১৯৯৯ সালে ইউয়ান ছুয়ান তার প্রথম চলচ্চিত্র 'বসন্তের স্বপ্ন'-তে অভিনয় করেন। এই চলচ্চিত্রের চমত্কার অভিনয়ের কারণে তিনি সেই বছরের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। এরপর থেকে তিনি চলচ্চিত্র মহলে জনপ্রিয় হয়ে উঠেন। আচ্ছা, এখন শুনুন তার আরেকটি গান 'সেই ছোট কাজ হল ভালোবাসা'। (৩)

বন্ধুরা, এখন শুনুন ইউয়ান ছুয়ানের গাওয়া আরেকটি গান, গানের নাম 'যে কবিতা আমি পড়েছি'। বলা যায়, ইউয়ান ছুয়ান বিখ্যাত হতে শুরু করেন অভিনয়ের ক্ষেত্রে। কিন্তু এরপর থেকে সঙ্গীতে তিনি তার প্রতিভাও সবাইকে দেখিয়েছেন। ২০০৫ সালে তিনি একটি অপেরায় যোগ দিয়ে সঙ্গীত জীবন শুরু করেন। এখন শুনুন ইউয়ান ছুয়ানের গান 'যে কবিতা আমি পড়েছি'।(৪)

বন্ধুরা, ইউয়ান ছুয়ানের প্রথম সঙ্গীত এ্যালবাম 'ফুল' রিলিজ হয় ২০০৭ সালে। তা প্রকাশের পর অনেকেই জানতে পেরেছেন আসলে গান গাওয়ার ক্ষেত্রে ইউয়ান ছুয়ান এত প্রতিভাবান। তার কন্ঠ খুব সরল এবং পরিস্কার। আচ্ছা, এখন শুনুন ইউয়ান ছুয়ানের গান 'মামা'। (৫)

বন্ধুরা, ২০০৮ সালে ইউয়ান ছুয়ান চীনের বার্ষিক সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার লাভ করেছেন। একই বছরে তিনি 'তাইপেই' নামে এ্যালবাম প্রকাশ করেছেন। ২০০৯ সালে তিনি আবার একটি এ্যালবাম 'শর্টস্টে' প্রকাশ করেছেন। এখন শুনুন ইউয়ান ছুয়ানের গাওয়া আরেকটি গান, গানের নাম 'সঙ্গীতে জেগে উঠা'। (৬)

বন্ধুরা, আসলে ইউয়ান ছুয়ান খুব সুন্দর একজন শিল্পী। ২০১০ সালে তিনি চীনের সবচেয়ে সুন্দর ৫০ নারীর তালিকায় স্থানও পেয়েছেন। অনেকের মনে ইউয়ান ছুয়ান মেধা, সুন্দর ও উষ্ণতার প্রতীক। বিশেষ করে তার গাওয়া গান শুনে মানুষ মনে শান্তি পায়। আচ্ছা, এখন শুনুন ইউয়ান ছুয়ানের আরেকটি গান, গানের নাম 'আলিঙ্গন'। (৭)

বন্ধুরা,এখন শুনুন ইউয়ান ছুয়ানের গাওয়া আরেকটি গান, গানের নাম 'এক স্বপ্নে হাজার বছর'। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব শ্রেষ্ঠ অভিনেত্রী এবং গায়িকা ইউয়ান ছুয়ানের পরিচয় দিয়েছি এবং তার গাওয়া সুন্দর কয়েকটি গান শুনিয়েছি। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040