সুরের ধারায়-'অভ্যাস'
  2018-06-16 18:51:01  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের 'সুরের ধারায়' আসরে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতিসপ্তাহের এই সময়টা আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি। চীন ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক। তবে সঙ্গীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে আমি নিজেকে আপনাদের মাঝেই আবিষ্কার করি। আমার জন্য খুব সুন্দর মুহূর্ত এটি।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

প্রথমে শুনুন 'বিষাক্ত' নামের একটি গান; গেয়েছেন ছেন জুন থুং।(১)

বন্ধুরা, এখুন শুনুন 'অভ্যাস' শিরোনামের একটি গান; গেয়েছেন কুয়াং জ্য। ভালোবাসা এক ধরনের অভ্যাস হতে পারে। আপনারা কী মনে করেন? আচ্ছা, শুনুন গানটি। (২)

বন্ধুরা, এখন যে-গান আপনাদের শোনাতে যাচ্ছি, সেটির শিরোনাম 'আমাকে ভালোবাসবে না'। গানটি গেয়েছেন লি চিয়ান সুয়ান। গানের কথা এমন: বিদায় নেওয়ার পর আর পরস্পরকে দেখার দরকার নেই/ দেখে হলে তোমাকে আবার বিদায় দেওয়া মুশকিল/ তোমার শুভেচ্ছা ছাড়া, তোমার মিষ্টি হাসি ছাড়া আমার মন মৃতপ্রায়/ ও প্রিয়, চলে যেও না, যেও না, আমার কাছে থাক। (৩)

বন্ধুরা, এখন শুনুন 'স্বাধীন হতে চাই' শীর্ষক একটি গান। গানটি গেয়েছেন লিন ইউ চিয়া। লিন ইউ চিয়ান চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী। তার জন্ম ১৯৮৭ সালের পয়লা জুলাই। ২০০৭ সালে তিনি তাইওয়ানের একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এরপর তার সঙ্গীতজীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আচ্ছা, শুনুন তার গান। (৪)

বন্ধুরা, এখন যে-গান আপনাদের শোনাতে যাচ্ছি, তার শিরোনাম 'যদি তুমি'। গানের কন্ঠশিল্পী ভান জি ইয়ান। গানের কথা এমন: এখন তুমি কাকে মিষ্টি কথা বলছো?/ আগে আমরা কতো ঘনিষ্ঠ ছিলাম, তোমার মনে আছো?/ এখন স্মৃতি শুধুই কাঁদায়। (৫)

বন্ধুরা, এখন শুনুন 'পরিবহন টার্মিনাল' শিরোনামের একটি গান। গেয়েছেন ছি সিউ ইউয়ান। আমাদের প্রত্যেকের জীবনে একটি 'পরিবহন টার্মিনাল' লাগে, যেই টার্মিনালে আমরা একটু বিশ্রাম নিতে পারি; দুঃখের স্মৃতিকে মুছে ফেলতে পারি; আর নতুন পথের জন্য প্রস্তুতি নিতে পারি। তাই না? (৬)

বন্ধুরা, এখন শুনুন 'মনে কষ্ট পাই' নামের একটি গান। গানটি গেয়েছেন ছিং ছিং। বন্ধুরা, যখন মনে কষ্ট পান, তখন আপনারা কী করেন? আমি কিন্তু এমন মূহূর্তে একাই থাকতে চাই; নিজের পছন্দের গান শুনি, এক কাপ চা খাই। তখন আস্তে আস্তে মন ভালো হয়ে যায়। আচ্ছা, শুনুন গানটি। (৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর গান, গানের নাম 'তোমার সঙ্গে গ্রীষ্মকাল'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040