'অন্তত তুমি আছে আমার'
  2018-06-08 16:03:52  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে হংকংয়ের নারী কন্ঠশিল্পী লিন ই লিয়ান'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬৬ সালের ২৬ এপ্রিল চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী ও কন্ঠশিল্পী। প্রথমে আমি আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে 'কথায় আসল অনুভূতি প্রকাশ করা যায় না' শীর্ষক গান। গানটি ২০০৬ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লিন ই লিয়ান'র কন্ঠে 'কথায় আসল অনুভূতি প্রকাশ করা যায় না' গানটি। ১৯৮২ সালে তিনি বেতারে ডিজে'র কাজ শুরু করেন। ১৯৮৪ সালে তিনি প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৫ সালে তিনি প্রথম ক্যান্টোনিজ ভাষায় অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯০ সালে তিনি প্রথম ম্যান্ডারিন ভাষায় অ্যালবাম প্রকাশ করেন। এ-অ্যালবামের কল্যাণে তিনি সে-বছর হংকংয়ের এক সংগীত ক্যাটাগরিতে স্বর্ণপদক লাভ করেন এবং সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমি তোমাকে ভুলে যেতে পারি না' নামের গান শোনাবো। এ-পর্যন্ত তিনি বেশকিছু পুরস্কার লাভ করেছেন। 'আমি তোমাকে ভুলে যেতে পারি না' গানটি একটি চলচ্চিত্রের থিম সং এবং গত ১৭ এপ্রিল তা বাজারে আসে। গানের কথা এমন: আমাদের আবেগ কোনো সন্দেহের কারণে পরিবর্তিত হবে না। আমারা দু'জন আহত হয়েছিলাম। যদিও অনেক ব্যথা, তবুও এটি হল আমাদের ভালবাসার চিহ্ন। আমাদের হারানো সময়, আমাদের হারানো উত্তর, হৃদয় হল অনধিকৃত এলাকায় উত্থান-পতন। তুমি কঠিন কথা বললেও আমার কোনো ভয় লাগবে না। আমি তোমাকে ভুলতে পারব না। আমার ভালবাসা কিভাবে প্রমাণ করব? আমি সর্বোচ্চ চেষ্টা করতে পারি। আমাদের আবেগ হারিয়ে যাবে না। তুমি আমার স্মৃতি। আমি খুব সাহসী না, কিন্তু তোমার জন্য সাহসী হব। তোমাকে ভালবেসেছি একবার। আজীবন তোমাকে ভালবাসতে থাকব। এখন মাত্র শুরু।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবো।

বন্ধুরা, শুনছিলেন লিন ই লিয়ান'র কন্ঠে 'আমি তোমাকে ভুলে যেতে পারি না' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'অন্তত তুমি আছো আমার' শীর্ষক গান শোনাবো। ১৯৯৮ সালে লিন ই লিয়ান বিয়ে করেন এবং কন্যা-সন্তানের মা হওয়ার পর তিনি সাময়িকভাবে বিনোদনজগত থেকে বিদায় নেন। কিন্তু ২০০০ সালে তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন এবং 'অন্তত তুমি আছো আমার' গানটিও অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি সে-বছর হংকংয়ের শ্রেষ্ঠ গানের তালিকায় অন্তর্ভুক্ত হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন হংকংয়ের নারী কন্ঠশিল্পী লিন ই লিয়ান'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনা রক কন্ঠশিল্পী ছুই চিয়ান'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬১ সালের ২ অগাস্ট বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী, সংগীতজ্ঞ, সংগীত প্রযোজক, গিটারবাদক, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'ফুলের ঘরে মেয়ে' গানটি। গানটি ১৯৮৯ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছুই চিয়ান'র কন্ঠে 'ফুলের ঘরে মেয়ে' গানটি। তার সংগীতশৈলী খুব সমৃদ্ধ। ছুই চিয়ানের বাবা একজন পেশাদার যন্ত্রবাদক, মা একজন নৃত্যশিল্পী। তিনি ছোটবেলা থেকে ভেঁপু বাজানো শেখেন। ১৯৭৯ সালে হাইস্কুল পাশ করার পর তিনি ভেঁপুবাদক হিসেবে বেইজিং সিম্ফনি অর্কেস্ট্রায় কাজ শুরু করেন। তখন চীনে রক, পপ ও জ্যাজ সংগীত ছিল না। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমি তুষারের উপর দুষ্টুমি করতে চাই' শীর্ষক গান শোনাবো। ১৯৯১ সালে গানটি রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে শুনি।

বন্ধুরা, শুনছিলেন ছুই চিয়ান'র কন্ঠে 'আমি তুষারের উপর দুষ্টুমি করতে চাই' গানটি। তিনি নিজের কাজের পাশাপাশি, কোনো কোনো রেস্তোরাঁয় ইউরোপ, যুক্তরাষ্ট্র ও জাপানের সংগীত পরিবেশন করতেন একসময়। ১৯৮১ সাল থেকে তিনি গিটার বাজানো শেখা শুরু করেন। ১৯৮৩ সালে তিনি নিজের প্রথম গান রচনা করেন। গানের শিরোনাম 'আমি আমার গিটারকে ভালবাসি'। ১৯৮৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'নতুন লং মার্চে রক' নামের গান শোনাবো। গানটি ছুই চিয়ান'র প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয় এবং ১৯৮৯ সালে রিলিজ হয়। অ্যালবামটিও হল চীনা রক কন্ঠশিল্পী'র লেখা ও প্রযোজনায় প্রথম রক অ্যালবাম। গানগুলো এখনও সারা চীনে জনপ্রিয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040