ছিংতাও'র মৈত্রী-শহরগুলোর শুভেচ্ছাবাণী
  2018-06-08 15:29:52  cri
9 জুন চীনের সুন্দর উপকূলীয় শহর ছিংতাওতে শুরু হচ্ছে দু'দিনব্যাপী শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলন। চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ছিংতাও এ-পর্যন্ত সারা বিশ্বের ২৫টি শহরের সঙ্গে মৈত্রীর সম্পর্ক গড়ে তুলেছে। শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলন উপলক্ষে ছিংতাও ২৫টি মৈত্রী-শহর থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছে। আজকের অনুষ্ঠানে আমি এ-নিয়ে কিছু কথা বলব।

জাপানের শিমোনোসেকি (Shimonoseki), দক্ষিণ কোরিয়ার দায়েগু (Daegu), রাশিয়ার সেন্ট পিটারসবুর্গ (St.Petersburg), ব্রিটেনের সাইথহ্যাম্পটন (Southampton), ইসরাইলের নেস জিওনা (Ness Ziona), যুক্তরাষ্ট্রের মায়ামি (Miami), মেক্সিকোর আকাপুল্কো (Acapulco) ও ব্রাজিলের ভিলা ভেলহা (Vila Velha) ইত্যাদি শহর ছিংতাও'র বন্ধু-শহর।

ছিংতাও হল চীনের গুরুত্বপূর্ণ উপকূলীয় কেন্দ্রীয় শহর। ১৯৭৯ সালে জাপানের শিমোনোসেকি শহর ছিংতাও'র প্রথম মৈত্রী-শহরে পরিণত হয়। শিমোনোসেকি'র অনেক বাসিন্দা ছিংতাও শহরে কাজ করেন, লেখাপড়া করেন। অনেকে আসেন ভ্রমণ করতে। এ-সম্পর্কে শিমোনোসেকি শহরের মেয়র কুরাতা তাদাসুকে (kurata tadasuke) বলেন,

"২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমি ছিংতাও শহরে ছিলাম। ছিংতাও একটি সুন্দর জায়গা। ছিংতাও'র মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ। এটি হল আমার ছিংতাও অনুভূতি। যখন আমি ছিংতাও ছিলাম, তখন শহরে সাবওয়ে ছিল না। এখন সাবওয়ে চালু হয়েছে। আমি ছিংতাও শীর্ষসম্মেলনের সাফল্য কামনা করি। আমি আশা করি, ছিংতাও আরও উন্নত হবে।"

মধ্যপ্রাচ্যে ইসরাইলের ছোট শহর নেস জিওনায় (Ness Ziona) পাওথা নামের একটি পার্ক রয়েছে। পার্কটি ছিংতাও শহর উপহার হিসেবে নেস জিওনায় নির্মাণ করে দিয়েছে। নেস জিওনা শহর-সংসদের সদস্য জেকোব কুর্টজ (Jacob Kurtz) পার্কটির ইতিহাস সম্পর্কে সাংবাদিকের বলেন,

"২০ বছর আগে ছিংতাও স্থাপত্য গোষ্ঠী ছিংতাও স্থানীয় সরকারের উদ্যোগে ইসরাইলে পার্কটি নির্মাণ করে। পার্কটির সব স্থাপত্য-উপকরণ চীন থেকে এসেছে। সাম্প্রতিক কয়েক বছরে কোনো কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু চীনা শ্রমিকরা সেগুলো আবার মেরামত করে দিয়েছেন।"

ছিংতাও'র কথা উঠলে অনেক বিদেশির চোখের সামনে ভেসে ওঠে বিশ্ববিখ্যাত ব্রান্ড হায়ারের নাম। রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে বৈদ্যুতিক যন্তপাতি বিক্রেতা আলেকজান্ডার টেমচেনকো (Alexandr Timchenko) হায়ার ব্রান্ডের অনেক প্রশংসা করেন। তিনি বলেন,

"আমার দোকান সেন্ট পিটার্সবুর্গের কেন্দ্রে অবস্থিত। ছিংতাও আমাদের মিত্র-শহর। আমি ছিংতাও'কে অভিনন্দন জানাই। ১৯৮৪ সালে হায়ার গোষ্ঠী ছিংতাওয়ে যাত্রা শুরু করে। হায়ার রাশিয়ার নাবারেজনিয়ে চেলনি শহরে (Naberezhnye Chelny) কারখানা প্রতিষ্ঠা করেছে। কারখানা থেকে রেফ্রিজারেটর উত্পাদিত হয়। বর্তমানে হায়ার রাশিয়ার বাজারের বড় অংশ দখল করে আছে। শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলন ছিংতাওতে আয়োজিত হচ্ছে। আমি অংশগ্রহণকারীদেরকে শুভচ্ছা জানাই।"

বৈদ্যুতিক যন্ত্রপাতি ছাড়াও ছিংতাও'র সীফুড ও বিয়ার বিদেশে অনেক জনপ্রিয়। দক্ষিণ কোরিয়ার ডএগু শহরের বাসিন্দা মাদাম বায়ে জি-ইয়ং (Bae Jee-eong) ও ন্যাম ‌ইউই (Nam Eui) ছিংতাও'র সুস্বাদু খাবার সম্পর্কে বলেন,

"আমার নাম বায়ে জি-ইয়ং। আমি পাঁচ বার ছিংতাও গিয়েছি। সেখানকার সীফুড আমার অনেক ভাল লাগে। আমি বার বার ছিংতাওতে যেতে চাই।"

ন্যাম ‌ইউই বললেন, "যখন ছিংতাও'র কথা ওঠে, আমার ছিংতাও আন্তর্জাতিক বিয়ার উত্সবের কথা মনে হয়। একজন বিয়ারপ্রেমী হিসেবে আমার মনে হয় বিশ্বের সবচেয়ে ভাল বিয়ার হল ছিংতাও-এর বিয়ার। কারণ সেখানে পানির মান উচ্চ।"

যুক্তরাষ্ট্রের মায়ামির ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছিংতাও বিশ্ববিদ্যালয়ের ভাষাসংশ্লিষ্ট সহযোগিতার পরিকল্পনা রয়েছে। ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলিসা বারাল্ট (Melissa Baralt) এ-সম্পর্কে বলেন,

"ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও ছিংতাও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষাসংশ্লিষ্ট সহযোগিতার পরিকল্পনা বৈশিষ্ট্যময়। পরিকল্পনায় স্প্যানিশ ভাষা ও বাণিজ্যিক প্রযুক্তির প্রশিক্ষণ যোগ করা হয়েছে, যাতে চীনা শিক্ষার্থীরা ল্যাটিন আমেরিকা, স্পেন এবং যেকোনো স্প্যানিশভাষী দেশ ও অঞ্চলের বাণিজ্যিক তত্পরতায় অংশ নিতে পারেন।"

ছিংতাও'র মৈত্রী-শহর ব্রাজিলের ভিলা ভেলহা, ব্রিটেনের সাউথহ্যাম্পটন, মেক্সিকোর আকাপুল্কো ও রাশিয়ার সেন্ট পেটারর্সবুর্গের কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষার্থীরা আসন্ন শীর্ষসম্মেলনের সাফল্য কামনা করেছেন।

ব্রাজিলের ভিলা ভেলহা শহরের মেয়র ম্যাক্স ফিলহো (Max Filho ) বলেন,

"ভিলা ভেলহা শহরে অনেক সুন্দর আকর্ষণীয় স্থান রয়েছে। আমাদের শহরে সুন্দর সমুদ্র ও সমুদ্র-সৈকত আছে। আমরা ছিংতাও'র সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ ও আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে চাই।"

সাউথহ্যাম্পটন শহরের নাগরিকরা ছিংতাও শীর্ষসম্মেলনের সাফল্য কামনা করেছেন, অভিনন্দন জানিয়েছেন ছিংতাওকে।

"ছিংতাও শীর্ষসম্মেলনের সাফল্য কামনা করি!'

"হ্যালো ছিংতাও! শীর্ষসম্মেলনের সফলতা কামনা করি! পারস্পরিক কল্যাণ, সমতা ও অভিন্ন উন্নয়ন!' (চীনা ভাষা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040