বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভক্তিমূলক কিছু গান
  2018-06-08 14:56:37  cri


বাংলাদেশসহ সারা পৃথিবীতে পবিত্র রমজান মাস চলছে। মুসলিম বিশ্বের মানুষ এবং বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ যথাযোগ্য মর্যাদায় এ মাস পালন করছেন। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ থেকে সবাইকে জানাই মহিমান্বিত এ মাসের শুভেচ্ছা।

গত অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানেও আমরা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভক্তিমূলক কিছু গান শোনাব। বাংলাদেশের বরেণ্য সংগীতজ্ঞ জনাব খালিদ হোসেন গানগুলো গেয়েছেন। নজরুলসংগীতের একজন অভিভাবক শিল্পী হিসেবে লক্ষ কোটি নজরুল-ভক্তের হৃদয়ে তিনি তাঁর স্থান করে নিয়েছেন। নজরুলের গানের একজন প্রবীণ শিল্পী হিসেবে তিনি সুপরিচিত। গত ছয় দশক ধরে বাংলা গানের বিভিন্ন ধারার সাথে সম্পর্ক থাকলেও নজরুলের গানে তিনি সর্বাসীন। বিশেষ করে নজরুলের ইসলামি গানে অদ্বিতীয় শিল্পী হলেন সবার শ্রদ্ধাভাজন খলিদ হোসেন।

খালিদ হোসেন ৩১ ডিসেম্বর ১৯৪০ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সাল থেকে স্বপরিবারে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নজরুল সংগীত পুনরুদ্ধার, সংগ্রহ, চর্চা, প্রশিক্ষণ ও এর অবিকৃত রূপ প্রচারের সাধনায় খালিদ হোসেন একুশে পদক, নজরুল ইনস্টিটিউট পদক, নজরুল বিশ্ববিদ্যালয় পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় পদক ছাড়াও বহু সম্মাননা পেয়েছেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040