বাংলাদেশে নতুন বাজেটে দাম বাড়বে-কমবে যে সব পণ্যের
  2018-06-07 19:32:35  cri
জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ছোট ফ্ল্যাট, ফার্নিচার, পোশাক, তথ্যপ্রযুক্তি সেবার ভ্যাট বাড়ানো হয়েছে ১ থেকে ৫ শতাংশ পর্যন্ত। তাই বাড়তে পারে এসব পণ্য ও সেবার দাম।

এছাড়া, বিদেশি চকলেট, গ্রিন টি, প্লাস্টিক ব্যাগ, সেভিং ক্রিম, রেজার, আমদানি করা মধু, কফি, বাদাম, এলুমিনিয়াম তার, মোবাইল ব্যাটারি, চার্জার, আইপিএসম, বিড়ি-সিগারেট-গুল, এনার্জি ড্রিংকস, এয়ার ফ্রেশনার প্রভৃতির দাম বাড়বে।

অন্যদিকে দাম কমবে রড, সিমেন্ট, মাঝারি আকারের ফ্ল্যাট, কান্সারের ওষুধ, ওষুধ শিল্পের কাঁচামাল, টায়ারটিউব তৈরির কাঁচামাল, কম্পিউটার যন্ত্রাংশ, রেফ্রিজারেটর, আমদানিকৃত পোল্ট্রি খাদ্য, গুড়ো দুধ, পাউরুটি ইত্যাদির।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040