বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন
  2018-06-07 19:32:02  cri
আগামী ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী

আগামী অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। সে হিসেবে বাজেট ঘাটতি থাকছে ১ লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা। রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে লক্ষ্য দেয়া হয়েছে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকার। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস হতে ঋণ নেয়া হবে ৫০ হাজার ১৬ কোটি টাকা। এছাড়া অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ৪২ হাজার ১৯ কোটি, সঞ্চয়পত্র বিক্রি থেকে ২৬ হাজার ১৯৭ কোটি এবং অন্যান্য উৎস থেকে বাকি ৭ হাজার কোটি টাকার সংস্থান করা হবে।

বাজেটে অনুন্নয়ন বা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতাসহ সরকারের পরিচালন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার ৬৬৮ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা।

সার্বিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। সার্বিক মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে সীমিত রাখার কথা বলা হয়েছে বাজেটে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040