ঢাকা-চট্টগ্রাম দ্রুতগতির রেলপথ: চীনা কোম্পানির সঙ্গে বাংলাদেশের চুক্তি
  2018-06-09 14:48:04  cri


১. মে মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ছিল স্থিতিশীল। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক রিপোর্টে এ-তথ্য উল্লেখ করা হয়েছে।

রিপোর্ট অনুসারে, মে মাসে চীনের উত্পাদন খাতে পারচেজিং ম্যানেজারস্‌ ইনডেক্স (পিএমআই) ০.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫১.৯-এ। এ-থেকে প্রমাণিত হয় যে, চীনের উত্পাদন খাতের কর্মকাণ্ড স্থিতিশীল আছে।

মে মাসে চীনের কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) ১.৯ শতাংশে দাঁড়াবে বলেও রিপোর্টে অনুমান করা হয়েছে। এপ্রিলে সিপিআই ছিল ১.৮ শতাংশ।

রিপোর্টে আরও বলা হয়, মে মাসে পণ্যের খুচরা বিক্রি ৯.৯ শতাংশ বেড়েছে বলে অনুমান করা হচ্ছে। এ-মাসে বাণিজ্যও ছিল স্থিতিশীল; আমদানি ও রফতানি বেড়েছে। বিদেশের সঙ্গে চীনের বাণিজ্য-উদ্বৃত্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৩০০ কোটি মার্কিন ডলারে।

২. ২০১৭ সালের চীনের অ্যাকাউন্টিং ফার্মগুলোর বার্ষিক রাজস্ব দাঁড়ায় ৯১৮০ কোটি ইউয়ান (১৪৩০ কোটি মার্কিন ডলার)-এ। চায়নিজ ইনস্টিটিউট অব সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্টেন্টস (সিআইসিপিএ) এ-তথ্য জানিয়েছে।

সিআইসিপিএ-র তথ্য মোতাবেক, ২০১৭ সালের শেষ নাগাদ চীনে মোট অ্যাকাউন্টিং ফার্মের সংখ্যা ছিল ৮,৬০৫টি এবং নিবন্ধিত সরকারি হিসাবরক্ষকের সংখ্যা ছিল ১০৫,৫৭০ জন।

২০১৭ সালে এসব ফার্মের মধ্যে ৪৬টির রাজস্ব ছিল ১০ কোটি ইউয়ানের উপরে এবং ১২টির বার্ষিক রাজস্ব ১০০ কোটি ইউয়ান ছাড়িয়ে যায়।

সিআইসিপিএ-র হিসেব অনুসারে, ২০১৭ সালে চীনের শীর্ষ অ্যাকাউন্টিং ফার্ম ছিল পিডাব্লিউসি চুং থিয়ান। প্রতিষ্ঠানটির বার্ষিক রাজস্ব পৌঁছায় ৫১০ কোটি ইউয়ানে।

৩. চলতি বছরের প্রথম চার মাসে চীনের রাজধানী বেইজিং সফর করেন প্রায় ১২ লাখ পর্যটক, যা গতবছরের একই সময়ের চেয়ে ৩.১ শতাংশ বেশি।

সরকারি তথ্যানুসারে, চার মাসে ৯৯৬,০০০ জন বিদেশি পর্যটক বেইজিং পরিদর্শন করেন, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩.৪ শতাংশ বেশি। এসব বিদেশি পর্যটকের মধ্যে যুক্তরাষ্ট্রের ২১০,০০০ জন এবং জাপানের ৭০,০০০ জন।

উল্লেখ্য, ২০১৭ সালে ৩৯ লাখের বেশি পর্যটক বেইজিং ভ্রমণ করেন।

৪. ব্রাজিলের সালভাদর শহরে মনোরেল নির্মাণ করবে চীনা কোম্পানি বিওয়াইডি। সম্প্রতি কোম্পানিটির সঙ্গে ব্রাজিল সরকার ৬৮৯০ কোটি মার্কিন ডলার মূল্যের এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে।

জানা গেছে, এই মনোরেলে চালকবিহীন ট্রেন চলবে এবং এতে বিভিন্ন হাইটেক প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রযুক্তি অর্জনে বিওয়াইডি পাঁচ বছর সময় নিয়েছে এবং গবেষণাকাজে মোট ব্যয় করেছে ৫০০ কোটি ইউয়ান। এর আগে বিওয়াইডি ফিলিপিন্স, ক্যাম্বোডিয়া ও মিসরের সঙ্গেও মনোরেলসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।

উল্লেখ্য, বিওয়াইডি বিশ্বের বৃহত্তম বিদ্যুত্চালিত গাড়ি-উত্পাদক প্রতিষ্ঠান।

৫. বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-মার্কিন বাণিজ্য-আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। সম্প্রতি চীনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ-কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনে দু'পক্ষ যে-মতৈক্যে পৌঁছেছিল, তা বাস্তবায়ন ছিল এবারের বৈঠকের লক্ষ্য। এ-ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, চীন যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বাড়াবে। এতে, চীনা ভোক্তারা যেমন উচ্চমানের কৃষিপণ্য তুলনামূলক স্বল্প দামে পাবেন, তেমনি মার্কিন কৃষকরা লাভবান হবেন।

বিবৃতিতে আরও বলা হয়, চীন জ্বালানি খাতেও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে। এতে, দু'দেশের বাণিজ্য-ঘাটতি কমে আসবে।

এদিকে, মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস আলোচনাশেষে সাংবাদিকদেরকে জানান, চীনের সঙ্গে আলোচনা ছিল বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক।

৬. চীনের 'ইকনোমিক ডেইলি' ও 'গ্লোবল টাইম্‌স' আলাদা সম্পাদকীয় নিবন্ধতে বলেছে, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত বাণিজ্য-আলোচনায় অর্জিত সাফল্যকে ধরে রাখা এবং আলোচনায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করা। আর যুক্তরাষ্ট্রের উচিত বাস্তববাদী হওয়া। সম্প্রতি বেইজিংয়ে এই বাণিজ্য-আলোচনা অনুষ্ঠিত হয়।

'ইকনোমিক ডেইলি'র সম্পাদকীয়তে বলা হয়েছে, চীন সংস্কার ও উন্মুক্তকরণ কার্যক্রমকে আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে, যা দেশটির নিজস্ব উন্নয়ন-চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ। এ ছাড়া, চীনের এই সিদ্ধান্ত 'পারস্পরিক কল্যাণ'-ভিত্তিক উন্নয়নের ধারণারও যথার্থ প্রতিফলন। চীন আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা নিজের বাজারকে আরও উন্মুক্ত করার প্রতিশ্রুতি পূরণের সদিচ্ছার বহিঃপ্রকাশ।

অন্যদিকে 'গ্লোবল টাইম্সের' সম্পাদকীয়তে বলা হয়েছে, দু'দেশের বাণিজ্য-আলোচনা শুরু হওয়ার পর ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। ফলে দু'দেশের মধ্যে পারস্পরিক কল্যাণকর সহযোগিতার জন্য বিরাট সুযোগ সৃষ্টি করেছে। 'ওয়াশিংটন সমঝোতা' ভালোভাবে বাস্তবায়ন করলে দু'দেশ এবং দু'দেশের জনগণ লাভবান হবে।

৭. কেনিয়ার রাজধানী নাইরোবিতে সম্প্রতি উদ্বোধন হয় চীন-আফ্রিকা সহযোগিতাবিষয়ক '২০তম ওয়ানশৌ ফোরাম'। চায়না কাউন্সিল ফর ব্রিকস্‌ থিঙ্ক ট্যাঙ্ক কো-অপারেশান, কেনিয়ায় চীনা দূতাবাস, ও কেনিয়ার ডে-স্টার ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এ-ফোরামের আয়োজন করা হয়। এবার ফোরামের মূল প্রতিপাদ্য ছিল: 'নতুন যুগে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আওতায় চীন-আফ্রিকা সহযোগিতা'।

ফোরামে 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা ও চীন-আফ্রিকা অভিন্ন লক্ষ্যের কমিউনিটি, চীন-আফ্রিকা সহযোগিতা ও উন্নয়ন, এবং চীন-কেনিয়া সহযোগিতার তাত্পর্যসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

৮. বৈশ্বিক বাণিজ্যে সংরক্ষণবাদী প্রবণতা বাড়ছে এবং এই প্রবণতা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বাধার সৃষ্টি করবে। বিশ্ব ব্যাংক সম্প্রতি প্রকাশিত 'বিশ্বের অর্থনীতির পূর্বাভাস' শীর্ষক প্রতিবেদনে এ-আশঙ্কা প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ও আগামী বছর বিশ্বের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার ৩.১ ও ৩ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। তবে বিশ্বের অর্থনীতি ঝুঁকির মধ্যেও রয়েছে। আর্থিক বাজারে নেতিবাচক পরিবর্তন, বাণিজ্যে সংরক্ষণবাদ, সুনির্দিষ্ট নীতিমালার অভাব, ভৌগোলিক রাজনীতির নেতিবাচক ফল বিশ্ব অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

প্রতিবেদনে বিশেষ করে বাণিজ্যে সংরক্ষণবাদের নেতিবাচক প্রভাব সম্পর্কে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি তার প্রধান বাণিজ্যিক অংশীদারদের জন্যও নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।

৯. দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে 'পাকিস্তান-ব্রাজিল বিজনেস ফোরাম' (পিবিবিএফ) গঠন করা হয়েছে সম্প্রতি। বিবিবিএফ-এর সদরদফতর হবে পাকিস্তানের রাজধানীতে। এ ছাড়া, পাকিস্তান ও ব্রাজিলের বিভিন্ন শহরে ফোরামের শাখা-দফতর থাকবে।

১০. চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ২ হাজার ৮১২ কোটি ৮৫ লাখ মার্কিন ডলারের পোশাক রফতানি করেছে বাংলাদেশ, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯.৭৭ শতাংশ বেশি। সম্প্রতি রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র হালনাগাদ পরিসংখ্যান থেকে এ-তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ৩ হাজার ৩৭২ কোটি ৮৮ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬.৬৬ শতাংশ বেশি।

উল্লেখ্য, চলতি অর্থবছরে ৩ হাজার ৭৫০ কোটি ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। এর মধ্যে তৈরি পোশাকে ৩ হাজার ১৬ কোটি, চামড়া ও চামড়াজাত পণ্যে ১৩৮ কোটি, পাট ও পাটজাত পণ্যে ১০৫ কোটি ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা আছে।

১১. বাংলাদেশে গেল মে মাসে সার্বিক মূল্যস্ফীতি আগের বছরের একই সময়ের চেয়ে খানিকটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মে মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৫.৫৭ শতাংশ।

১২. দুই ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে দ্রুতগতির রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং নকশা তৈরির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। ১০২ কোটি ১০ লাখ ৪৭ হাজার ৭৩০ টাকায় চায়না রেলওয়ে ডিজাইন করপোরেশন (সিআরডিসি) এবং বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ যৌথভাবে এ-কাজ করবে। সম্প্রতি রেলভবনে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে সম্ভাব্যতা যাচাই এবং পূর্ণাঙ্গ নকশা তৈরির কাজ শেষ করা হবে। অর্থের যোগান আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে।

বর্তমানে রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছাতে অন্তত ছয় ঘণ্টা সময় লাগে। সরকারের পরিকল্পনা হচ্ছে, ঢাকা থেকে কুমিল্লা বা লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত দ্রুতগতির রেলপথ নির্মাণ করা গেলে এর দৈর্ঘ্য হবে ২৩০ কিলোমিটার, যা বর্তমান রেলপথের চেয়ে ৯০ কিলোমিটার কম।

(আলিমুল হক)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040