আঞ্চলিক সহযোগিতায় এসসিও-র ভূমিকা গুরুত্বপূর্ণ: পাক প্রেসিডেন্ট
  2018-06-07 15:38:46  cri
জুন ৭: পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন বলেছেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি, এসসিও'র শীর্ষসম্মেলনের প্রাক্কালে, গতকাল (বুধবার) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে এ-কথা বলেন।

রাজধানী ইসলামাবাদে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এবং সমাজ ও অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে শাংহাই সহযোগিতা সংস্থা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রেসিডেন্ট বলেন, শাংহাই সহযোগিতা সংস্থা ইতোমধ্যেই বহুপক্ষীয় সহযোগিতার দৃষ্টান্তে পরিণত হয়েছে। 'পারস্পরিক আস্থা, অভিন্ন কল্যাণ, সমতা, আলোচনা, সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান, ও অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করার' শাংহাই চেতনা বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার জন্য নতুন দিক্‌-নির্দেশনা দিয়েছে।

পাক প্রেসিডেন্ট আরও বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের অন্যতম প্রকল্প হিসেবে 'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর' থেকে সুফল পাওয়া যাচ্ছে। দু'দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি এবং জ্বালানি ও সড়ক-যোগাযোগ অবকাঠামো উন্নয়ন করার মাধ্যমে পাকিস্তান ইতোমধ্যেই এই প্রকল্প থেকে লাভবান হতে শুরু করেছে। আশা করা যায়, শাংহাই সহযোগিতা সংস্থার মাধ্যমে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নের কাজে আরও গতির সঞ্চার হবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040