প্লাস্টিকদূষণ হ্রাস করার আহ্বান ভারত সরকারের
  2018-06-06 14:49:04  cri
জুন ৬: প্লাস্টিকদূষণ যথাসম্ভব কমিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে ভারত সরকার। গতকাল (মঙ্গলবার) ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এ-আহ্বান জানানো হয়। এবারের পরিবশে দিবসের মূল প্রতিপাদ্য ছিল: 'প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধের দ্রুত সিদ্ধান্ত'। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নয়াদিল্লিতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

এর আগে ভারতের পরিবেশমন্ত্রী হার্শ ভার্ধান ভারতীয় নাগরিকদেরকে সবুজ সমাজ গড়ে তুলতে এবং পরিবেশ সুরক্ষার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

এদিকে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে হরিয়ানা রাজ্যের সরকার রাজ্যটির সকল সরকারি বিভাগে ডিসপোজেবল কাপ ব্যবহার নিষিদ্ধ করেছে। আর তামিলনাড়ু রাজ্যের সরকার ২০১৯ সালের পয়লা জানুয়ারি থেকে ডিসপোজেবল প্লাস্টিক পণ্যদ্রব্য উত্পাদন নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040