সুরের ধারায়-'দু'জনের সম্পর্ক'
  2018-06-05 19:15:40  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের 'সুরের ধারায়' আসরে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতিসপ্তাহের এই সময়টা আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি। চীন ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক। তবে সঙ্গীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে আমি নিজেকে আপনাদের মাঝেই আবিষ্কার করি। আমার জন্য খুব সুন্দর মুহূর্ত এটি।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

বন্ধুরা, প্রথমে শুনুন 'হাত' শীর্ষক একটি গান; গানের কন্ঠশিল্পী ছেন জিং ফেই।(১)

বন্ধুরা, এখন শুনুন 'দু'জনের সম্পর্ক' শিরোনামের একটি গান। গানের কন্ঠশিল্পী ছেন সান নি। তিনি চীনের তাইওয়ানের গায়িকা, টিভি অনুষ্ঠানের উপস্থাপিকা, লেখক, গীতিগার এবং ফটোগ্রাফার। এখন আমরা তার গাওয়া সুন্দর গান শুনবো। (২)

বন্ধুরা, এখন শুনুন 'শুভরাত্রী' শিরোনামের একটি গান। গানের কন্ঠশিল্পী ফু হাও। 'শুভরাত্রী' যদিও খুব সহজ একটি কথা, তবে এতে অনেক অনুভূতি থাকতে পারে। বিশেষ করে প্রিয় মানুষকে এমন কথা বলার সময় এতে ভালোবাসা থাকতেও পারে। আচ্ছা, শুনুন গানটি। (৩)

বন্ধুরা, এখন শুনুন 'চার ঋতু' শীর্ষক একটি গান; গেয়েছেন লিয়াং বো। লিয়াং বো-এর জন্ম ১৯৯১ সালের ২৫ মার্চ। ২০১২ সালে তিনি চীনের একটি খুব জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা 'দ্য ভোয়েসে' অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতজগতে প্রবেশ করেন। শুনুন তার গান। (৪)

বন্ধুরা, এখন শুনুন 'শ্রেষ্ঠ ভালোবাসা' শিরোনামের একটি গান। গানের কন্ঠশিল্পী লিউ ই তা ও ফান সিয়াও সুয়ান। ফান সিয়াও সুয়ানের জন্ম ১৯৭৭ সালের ২৭ ফেব্রুয়ারি। তিনি চীনের তাইওয়ানের বিখ্যাত গায়িকা, গীতিকার এবং অভিনেতা। তার কন্ঠ খুব মিষ্টি। আচ্ছা, তাহলে শুনুন গানটি। (৫)

বন্ধুরা, এখন শুনুন 'কেন্দ্রাতিগ বল' শিরোনামের একটি গান। গানের কন্ঠশিল্পী ইয়াং নাই উন। ইয়াং নাই উনের জন্ম ১৯৭৪ সালের ২ মার্চ। ১৯৯৭ সালে প্রথম এ্যালবাম 'one' নিয়ে তার সঙ্গীতজীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 'কেন্দ্রাতিগ বল' গানটি রিলিজ হয় ২০১৬ সালে। আচ্ছা, শুনুন গানটি। (৬)

বন্ধুরা, এখন শুনুন ইয়াং নাই উনের গাওয়া আরেকটি সুন্দর গান। গানের নাম 'বিশ্বের দরজাকে খুলে দিই'। এই গানটি রিলিজ হয় ২০১৬ সালে, আর গানটি হল ইয়াং নাই উনের ষষ্ঠ অ্যালবাম 'কেন্দ্রাতিগ বল'-এর অন্যতম একটি গান। গানটি রিলিজের পর পরই অনেক জনপ্রিয়তা পায়। আচ্ছা, শুনুন গানটি। (৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো একটি খুবই মিষ্টি-মধুর গান। গানের শিরোনাম 'এই বিশ্বের একমাত্র তুমি'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040