সংসদের বাজেট অধিবেশন শুরু, অর্থমন্ত্রীর বাজেট পেশ ৭ জুন
  2018-06-05 19:13:14  cri
সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে মঙ্গলবার। সকাল ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে শুরু হয় দশম জাতীয় সংসদের ২১তম এ অধিবেশন।

এ অধিবেশনে ৭ জুন আগামী অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়াও বেশ কিছু বিল পাশ হবে। অধিবেশনের শুরুতে স্পিকার বাজেটের ওপর অর্থবহ আলোচনা করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। পরে জাতীয় পার্টির সংসদ সদস্য মাইদুল ইসলামের মৃত্যুতে গৃহীত শোক প্রস্তাবে আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাব গ্রহণের পর দিনের মতো অধিবেশন মুলতবি করা হয়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040