বাংলাদেশে নতুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান
  2018-06-05 19:12:41  cri

বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়েছে।

বিমান বাহিনী প্রধান নিযুক্ত করার আগে মাসিহুজ্জামানকে এয়ার ভাইস মার্শাল থেকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দেয়া হয়। এর আগে তিনি অ্যাসিস্ট্যান্ট চিফ অব এয়ার স্টাফ (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। বিমান বাহিনী প্রধান হিসেবে তার তিন বছরের এ নিয়োগ কার্যকর হবে আগমী ১২ জুন থেকে। তিনি বিদায়ী বিমান বাহিনী প্রধান আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন। ১২ জুন তিনি মেয়াদ শেষ করে অবসরে যাচ্ছেন। দু'বছর আগের বেতন কাঠামো অনুযায়ী সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সমান পদমর্যাদা ভোগ করেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040