দুবাইয়ের মরুভূমিতে ধান চাষে চীনা বিজ্ঞানীর সফলতা
  2018-06-05 16:06:12  cri


চীনের বিখ্যাত কৃষিবিজ্ঞানী ইউয়ান লংপিং ও তাঁর গবেষক দল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মরুভূমিতে হাইব্রিড ধান চাষে সক্ষম হয়েছেন। এই জাতের ধান লোনা পানির জমিতে চাষ করা সম্ভব। এই বিশেষ প্রজাতির ধান চাষ করলে প্রতি হেক্টর জমিতে সাড়ে সাত টনের বেশি ফলন পাওয়া যায়। আজকের টপিক অনুষ্ঠানে এ বিষয়ে আমরা আলোচনা করবো।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040