ছবিতে 'শাংহাই সহযোগিতা সংস্থা'
  2018-06-04 15:56:25  cri

প্রতিষ্ঠার সময় শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য ছিল ছয়টি দেশ। এখন সম্মেলনে অংশ নিচ্ছে ১৮টি দেশ।

পাঁচ বছর আগে শরত্কালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং 'রেশমপথ অর্থনৈতিক অঞ্চল' প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। এ-প্রস্তাব শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়নের জন্যও যোগায় নতুন প্রাণশক্তি।

বিগত পাঁচ বছরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন সদস্যদেশ সফর করেছেন। 'ভাই' 'ভালো প্রতিবেশী' 'পুরোনো বন্ধু' এসব শব্দ ও শব্দগুচ্ছে এসময় প্রতিফলিত হয়েছে শাংহাই সহযোগিতা সংস্থার আওতায় এক নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের।

কিছুদিন পর শাংহাই সহযোগিতা সংস্থার ছিংতাও শীর্ষসম্মেলন শুরু হবে। (শুয়েই/আলিম)


1  2  3  4  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040