দ্বিতীয় ধরলা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-06-03 19:02:32  cri
ধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয় তা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ ব্যবসা করতে নয়, দেশ গড়তে ক্ষমতায় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় ধরলা সেতুর উদ্বোধন করে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর ওপর নির্মিত ৯৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নাম রাখা হয়েছে শেখ হাসিনা ধরলা সেতু। কুড়িগ্রাম ও লালমনিরহাটের মানুষের জন্য একে প্রধানমন্ত্রী ঈদ উপহার বলে অভিহিত করেন। বলেন, এ সেতুর ফলে এ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে সেতুটি। দেশের অবহেলিত অঞ্চলগুলোর উন্নয়নে তার সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। ধরলা সেতুর পাশাপাশি নৌ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040