পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নাসির-উল-মুল্ক
  2018-06-02 14:35:56  cri
জুন ২: পাকিস্তান সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি নাসির-উল-মুল্ক গতকাল (শুক্রবার) দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনশেষে নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

শপথগ্রহণের পর তথ্যমাধ্যমকে নাসির-উল-মুল্ক বলেন, তিনি যথাসময়ে সংসদ নির্বাচন আয়োজন নিশ্চিত করবেন এবং একটি অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে নিজের শীর্ষ কর্তব্য হিসেবে মনে করবেন।

উল্লেখ্য, পাকিস্তানের আইন অনুযায়ী, ৩১ মে সন্ধ্যায় দেশের সাবেক সরকারের ৫ বছরের কার্যমেয়াদ সম্পন্ন হয়। একই সঙ্গে সংসদের মেয়াদও শেষ হয়। নতুন সংসদ নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040