২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত ভারত-পাকিস্তান, চীনের প্রশংসা
  2018-06-01 11:15:01  cri

জুন ১: সম্প্রতি ভারত ও পাকিস্তান ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি অনুসারে কাশ্মিরে সহিংসতা বন্ধ করতে সম্মত হয়েছে। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে বলেন, সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানের ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করে চীন। চীন আশা করে দু'পক্ষ অব্যাহতভাবে সংলাপ ও আলোচনার মাধ্যমে মতভেদ দূর করবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে।

গত ২৯ মে, ভারত ও পাকিস্তান ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী কাশ্মির অঞ্চলে সহিংসতা বন্ধ করে শান্তি বজায় রাখতে সম্মত হয়।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040