কাশ্মিরে যুদ্ধবিরতি পালন করবে ভারত ও পাকিস্তান
  2018-05-31 14:03:23  cri

মে ৩১: পাকিস্তান ও ভারতের উচ্চ পর্যায়ের সামরিক কর্তৃপক্ষ গত ২৯ মে হটলাইনে যোগাযোগ করেছেন। তারা ২০০৩ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সার্বিকভাবে পালন করতে একমত হয়েছেন। ভারতের সেনা মুখপাত্র গতকাল (বুধবার) এ তথ্য জানান।

ভারতের সেনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কোনো পরিস্থিতি তৈরি হলে দু'পক্ষ সংযম বজায় রেখে হটলাইন ব্যবস্থা ও কমান্ডার সম্মেলনের মাধ্যমে সমস্যা সমাধান করবে।

পাকিস্তানের গণমাধ্যমও সেনা কর্তৃপক্ষের বিবৃতি উদ্ধৃত করে জানায়, পাকিস্তান ও ভারতের অপারেশন বিভাগের প্রধান চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং আঞ্চলিক শান্তি রক্ষা ও উত্তেজনাময় পরিস্থিতি প্রশমনের জন্য পদক্ষেপ নিতে রাজি হয়েছেন।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040