পাকিস্তানে চীনা দূতাবাসে শাংহাই সহযোগিতা সংস্থার ছিংতাও শীর্ষসম্মেলনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
  2018-05-30 19:45:26  cri
মে ৩০: পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত ইয়াও চিন গতকাল (মঙ্গলবার) দূতাবাসে এক প্রেস ব্রিফিং আয়োজন করে পাক প্রধান প্রধান গণমাধ্যমকে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র ছিংতাও শীর্ষসম্মেলনের প্রস্তুতিমূলক অবস্থা এবং চীনের প্রত্যাশা ব্যাখ্যা করেন।

রাষ্ট্রদূত বলেন, এবার সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং এসসিও-র অন্য ৭টি সদস্যদেশ ও ৪টি পর্যবেক্ষক দেশ এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা সহযোগিতার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। গভীরভাবে মত বিনিময়ের পর 'ছিংতাও ঘোষণা' স্বাক্ষরিত হবে এবং নিরাপত্তা, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের ১০টিরও বেশি সহযোগিতামূলক দলিল গৃহীত হবে।

রাষ্ট্রদূত ইয়াও আরো বলেন, এসসিও-র সদস্য হওয়ায় পাকিস্তানকে স্বাগত জানায় চীন। বেইজিং ইসলামাবাদের সঙ্গে এসসিও-র কাঠামোতে বিনিময় ও সহযোগিতা জোরদার করে এ সংস্থাটির আরো উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040