সুরের ধারায়-'সামার হলিডে'
  2018-05-30 16:43:21  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের 'সুরের ধারায়' আসরে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতিসপ্তাহের এই সময়টা আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি। চীন ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক। তবে সঙ্গীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে আমি নিজেকে আপনাদের মাঝেই আবিষ্কার করি। আমার জন্য খুব সুন্দর মুহূর্ত এটি।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

প্রিয় বন্ধুরা, প্রথমে শুনুন 'সামার হলিডে' শীর্ষক একটি গান; গেয়েছে সঙ্গীতব্যান্ড লুইসিংথুয়ান।(১)

বন্ধুরা, এখন শুনুন সঙ্গীতব্যান্ড লুইসিংথুয়ানের গাওয়া আরেকটি গান, গানের নাম 'জীবন'। গানের কথা এমন: কখনই তোমার মৃদুহাসি ভুলে যাইনি/তোমার মৃদুহাসি যেন নদীর পানির মতো পরিস্কার/ তুমি জানো, আমি কারুর কাছ থেকে বিদায় নিতে চাই না/ প্লিজ, আমার সাথেই দূরে কোথাও চল/ প্লিজ, আমার সাথেই দূরে কোথাও চল....। (২)

বন্ধুরা, এখন শুনুন 'সাধারণ পথ' শীর্ষক একটি গান। গানের কন্ঠশিল্পী ভু সু। গানের কথা এমন: সূর্যালোক গান গাইছে/তোমার চোখ ঝকঝক করছে সূর্যালোকে/উঁচু উঁচু ভবনও রঙিন হয়ে উঠেছে/ও বন্ধু, মন খারাপ কোরো না/বেশি দুঃখ থাকলেও, সূর্যালোক আমার সঙ্গেই থাকবে...। আচ্ছা, এখন শুনুন সুন্দর এ-গানটি।(৩)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান; গানের নাম 'সেই বছরের কথা'; গেয়েছেন কন্ঠশিল্পী ফেই ওয়াং। ১৯৮০ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশন (সিসিটিভি)-র বাচ্চাদের আর্ট দলে প্রবেশ করেন। তখন থেকে তিনি নিয়মিত সিসিটিভির অনুষ্ঠানে পারফর্ম করতেন। ১৯৮৭ সালে তিনি সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ ত্যাগ করে মা-বাবার সঙ্গে হংকংয়ে চলে যান। ১৯৮৯ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন।(৪)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি গান, গানের নাম 'একটু ভালোবাসি'; গেয়েছেন কন্ঠশিল্পী ওয়াং লি হুং। নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি রোমান্টিক গান। প্রেম অসীম, প্রেম অনন্য। প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না। আচ্ছা, তাহলে শুনুন গানটি। (৫)

বন্ধুরা, এখন যে-গান আপনাদের শোনাচ্ছি, এর নাম 'পরিবর্তন'। গেয়েছেন কন্ঠশিল্পী ইয়াং জুং উই। গানের কথা এমন: আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা/যখন আমি পথ হারিয়ে ফেলি/প্লিজ, আমাকে দিক্‌নির্দেশনা দিও/আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা/তুমি কি জানো, আগে যারা আমার সঙ্গে ছিলো তারা এখন কোথায়?/প্লিজ, আমাকে আস্থা দাও, আমাকে বিশ্বাস দাও...। (৬)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি মধুর গান। গানের নাম 'পেঁয়াজ'। গেয়েছেন কন্ঠশিল্পী ইয়াং জুং উই। ইয়াং জুং উই-এর জন্ম ১৯৭৮ সালের ৪ এপ্রিল। ছোটবেলা থেকেই তিনি গান গাইতে ভীষণ পছন্দ করতেন। ২০০৭ সালে তিনি তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ২০০৮ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হওয়ার সাথে সাথেই শ্রোতাদের মন জয় করেন তিনি। আচ্ছা, এখন আমরা গানের মাধ্যমে তার সুকণ্ঠ উপভোগ করবো।(৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে যাবার আগে শুনুন আরেকটি সুন্দর গান, গানের নাম 'তোমার কারণে'। আশা করি এই গান আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040