সুরের ধারায়-'পুরাতন রাস্তা'
  2018-05-29 15:40:11  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের 'সুরের ধারায়' আসরে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতিসপ্তাহের এই সময়টা আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি। চীন ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক। তবে সঙ্গীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে আমি নিজেকে আপনাদের মাঝেই আবিষ্কার করি। আমার জন্য খুব সুন্দর মুহূর্ত এটি।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

বন্ধুরা, আজ প্রথমে শুনুন 'পুরাতন রাস্তা' শীর্ষক একটি গান। গানের কন্ঠশিল্পী লি রুং হাও। (১)

বন্ধুরা, লি রুং হাও চীনের বিখ্যাত গায়ক। তার জন্ম ১৯৮৫ সালের ১১ জুলাই। ২০১৩ সালে তার সঙ্গীতজীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তরুণ-তরুণীদের মধ্যে তিনি খুব জনপ্রিয়। এখন শুনুন তার গাওয়া আরেকটি গান, গানের নাম 'লি পাই'। (২)

বন্ধুরা, এখন শুনুন 'ঠান্ডা বাতাসে হাঁটাহাঁটি'। গানের কন্ঠশিল্পী লিউ সি হান। লিউ সি হানের জন্ম ১৯৮৯ সালের ২৫ এপ্রিল। ২০১১ সালে তিনি একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতজগতে প্রবেশ করেন। 'ঠান্ডা বাতাসে হাঁটাহাঁটি' তার প্রথম গান। আর এই গানের মাধ্যমে তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছেন। (৩)

বন্ধুরা, লোকগান আমার প্রিয়। আর চীনে এমন একজন লোকশিল্পী আছেন, যার নাম সুং তুং ইয়ে। তার গাওয়া অনেক সুন্দর গান রয়েছে। প্রথমে শুনুন 'আন হো সেতু' শীর্ষক গানটি। (৪)

সুং তুং ইয়ে'র জন্ম ১৯৮৭ সালের ১০ নভেম্বর। তিনি বেইজিংয়ের বাসিন্দা। ২০০৯ সালে তিনি গান গাইতে শুরু করেন। ২০১০ সালে 'আন হো সেতু' গানটি রিলিজ হয়। ২০১৩ সালে তার অ্যালবাম 'আন হো সেতুর উত্তর দিকে' বাজারে আসে। এখন শুনুন এই অ্যালবামের আরেকটি গান 'জেব্রা, জেব্রা'। (৫)

বন্ধুরা, এখন শুনুন চীনের লোকগায়ক সুং তুং ইয়ে-এর গাওয়া আরেকটি গান; গানের নাম 'মিস তুং'। গানটি তার একজন ফোটোগ্রাফার বন্ধুর প্রেমের গল্পের ভিত্তিতে রচনা করা হয়। আচ্ছা, শুনুন গানটি। (৬)

বন্ধুরা, এখন শুনুন সুং তুং ইয়ে-এর অ্যালবাম 'আন হো সেতুর উত্তর দিকে'-র অন্যতম একটি গান—লিলিয়ান। এই গানটি রচিত হয়েছে ২০১১ সালে। গানে প্রিয় মানুষের জন্য ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে। আচ্ছা, শুনুন গানটি। (৭)

বন্ধুরা, সুন্দর সুন্দর প্রেমের গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের শোনাবো 'আমাদের গান' শীর্ষক একটি গান। গানের কন্ঠশিল্পী ওয়াং লি হুং। তিনি চীনের হংকং-এর বিখ্যাত গীতিকারও বটে। আচ্ছা, শুনুন গানটি। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040