শ্রীলংকায় ঝড়বৃষ্টিতে ২৩ জন নিহত
  2018-05-29 10:24:57  cri
মে ২৯: গতকাল (সোমবার) শ্রীলংকার দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের পরিসংখ্যানে জানা গেছে, প্রবল ঝড়বৃষ্টিতে দেশে ২৩ জন প্রাণ হারিয়েছেন। দুর্যোগে চার হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

দেশের দক্ষিণাঞ্চলের কালুতারা, গালে ও মধ্যাঞ্চলীয় নুওয়ারা এলিভাসহ বিভিন্ন এলাকায় ভূমিধ্বসের আশঙ্কা করছে সরকার। পূর্বাঞ্চলের বাত্তিকালুয়ার কাছে সামুদ্রিক এলাকায় প্রচণ্ড বাতাস শুরু হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত কমবে, তবে পশ্চিম ও মধ্যাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে।

দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ইতোমধ্যে বিভিন্ন সরকারি বিভাগকে উদ্ধারকাজে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040