মাদকবিরোধী অভিযানে ৭০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে আফগান সরকার
  2018-05-28 11:01:50  cri
মে ২৮: গত দু'মাসে বেশ কয়েকটি মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রির সঙ্গে জড়িত ৭০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে আফগান সরকার। এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে কর্তৃপক্ষ। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সম্প্রতি গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, গত দু'মাসে দেশটির পুলিশ দেশজুড়ে ৬০০রও বেশি মাদকদমন অভিযান চালিয়েছে। তাতে ৬৮ টন মাদক উদ্ধার করা হয়। পাশাপাশি পুলিশের অভিযানে বহু মাদকের কারখানা ধ্বংস করা হয়েছে।

আফগান গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে মাদকের উত্পাদন বেড়েছে। গত দু'মাসে গড়ে প্রতিদিন এক টন মাদক' উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, মাদকবাণিজ্য সরকারবিরোধী তালিবান গোষ্ঠীসহ অন্যান্য অপরাধীদের আয়ের গুরুত্বপূর্ণ উত্স।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040