স্মার্ট প্রযুক্তি: ভবিষ্যতকে আলিঙ্গন কর
  2018-05-30 11:00:45  cri



১৬-১৮ মে, থিয়ান চিন শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব স্মার্ট সম্মেলন। চীনা বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির চেয়ারম্যান ওয়ান কাং উদ্বোধনী অনুষ্ঠানে উদাহরণ দিয়ে বলেন, এখন চীনের নানা শহরে চালু হয়েছে বাইক শেয়ায়রিং, বিমান বন্দর বা হাই স্পিড ট্রেন স্টেশনে ফেসিয়াল স্ক্যানিংয়ের মাধ্যমে চেক-ইন, অনলাইন কেনাকাটার মাধ্যমে প্রায় সবকিছু বাসায় বসে হাতে পাওয়া।

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন দফা প্রযুক্তি বিপ্লব আগের চেয়ে আরও দ্রুত ও গভীরভাবে বিশ্বকে পরিবর্তন করছে।

এবার সম্মেলনে প্রকাশিত 'নতুন দফা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি স্মার্ট শিল্প এগিয়ে নিয়ে যায়' শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়,২০১৭ সালের জুন মাস পর্যন্ত, বিশ্বে কৃত্রিম বুদ্ধিমান কোম্পানির সংখ্যা ২ হাজার ৫৪২টি এবং এর মধ্যে চীনা কোম্পানি ৫৯২টি তা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। চীন মোট ১৫.৭ হাজার কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক মেধাস্বত্ব অর্জন করে বিশ্বের দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

চীনের উপ-শিল্প ও তথ্য মন্ত্রী ছেন চাও সিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি শিল্প নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সাবির্কভাবে নতুন বাজার ও সুযোগ সৃষ্টি করছে এবং ঐতিহ্যিক শিল্প উন্নয়নের পদ্ধতি ও পরিস্থিতিকে পরিবর্তন করছে। অর্থনীতি বৃদ্ধি, জীবিকার উন্নয়ন, জাতীয় নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা চীনের নতুন শিল্প পদ্ধতির ১১টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের অন্যতম হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রকাশ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন পরিকল্পনা; সিপিসির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, ইন্টারনেট,বিগ ডেটা,কৃত্রিম বুদ্ধিমত্তা ও রিয়েল অর্থনীতির গভীর সংযুক্তি এগিয়ে নিয়ে যাবে। চীন সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন নিয়ে কৌশলগত পরিকল্পনা বিন্যাস করেছে এবং বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নবায়ন কেন্দ্রে পরিণত হবার উদ্দেশ্য নির্ধারণ করেছে।

সাম্প্রতিক কয়েক বছরে, চীনে বিকাশ লাভ করেছে স্মার্ট চিপ কোম্পানি এবং চীনা কোম্পানি কম্পিউটার ভিজ্যুয়াল, মেশিন লার্নিং, চিত্র স্বীকৃতি, বায়োমেট্রিক্স, স্পিচ স্বীকৃতি, কণ্ঠ অনুবাদ, আচরণ বিশ্লেষণসহ নানা ক্ষেত্রে বিশ্বের সামনের সারিতে অবস্থান করছে। স্মার্ট রোবট, কর্মচারী বিহীন দোকান, রোবট অনুবাদ, চালকবিহীন গাড়িসহ নানা ক্ষেত্রে নানা নতুন পণ্য বের করেছে।

চিং তুং চীনের বড় একটি অনলাইন কেনাকাটা প্ল্যাটফরম এবং সম্প্রতি শাং হাই শহরে চালু করেছে পি2সি মানবহীন গুদাম। ছোট পণ্য যেমন চিউইং গাম, একটি কমলা, বড় পণ্য যেমন টিভি, ফ্রিজ এমনকি সব পণ্য রোবট সরাসরি ব্যবহারকারীদের বাড়িতে পাঠাতে পারবে। চিং তুং কোম্পানির সিইও লিউ ছিয়াং তুং জানিয়েছেন, আগামী ৫ বছরে চীনে চিং তুংয়ের ৮০০টি গুদাম সব মানবহীন গুদামে পরিণত করবে।

ইউনেস্কো'র তথ্য ও শিক্ষা প্রচার বিভাগের পরিচালক বলেন, ২০৩০ সালে বিশ্ব অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার অবদান হবে ১৬ ট্রিলিয়ন ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প সংস্কারকে দ্রুততর করছে এবং চীনা কোম্পানি বিশ্বকে প্রদর্শন করেছে ভবিষ্যতের গতিধারা কীভাবে যাবে।

এক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালের শেষ নাগাদ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের আকার ১৮০০ কোটি ইউয়ান এবং সংশ্লিষ্ট শিল্পের আর্থিক পরিমান ২২ হাজার কোটি ইউয়ান।

চীনা প্রকৌশল একাডেমির পরিচালক চৌ চি মনে করেন, নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত নির্মাণ প্রযুক্তির গভীর সংযুক্তি ঘটলে নতুন প্রজন্মের স্মার্ট নির্মাণ প্রযুক্তির সূচনা হবে এবং নতুন দফা শিল্প বিপ্লবের কেন্দ্রীয় চালিকা শক্তিতে পরিণত হবে।

চীনা কে তা সুন ফেই কোম্পানির সিইও লিউ ছিং ফেং জানিয়েছেন, তাঁরা সম্প্রতি বাজারে ছেড়েছে সুন ফেই অনুবাদ মেশিন ২.০, যা চীনা ভাষা থেকে ৩৩টি বিদেশী ভাষায় অনুবাদ করতে পারে। ক্যান্টোনিজ বা অন্য চীনা আঞ্চলিক ভাষাও ইংরেজিতে অনুবাদ করতে পারে এই মেশিন।

থিয়ান চিন শহরের হে হ্য নদীতে একটি অনুষ্ঠান চলছে। ৪০০টি ড্রোন আকাশে নানা আকৃতি করে। সেগুলো এমনকি চাকার মধ্যে দিয়ে উড়তে পারে। তার মানে এ ড্রোনের পজিশনিং নির্ভুলতা সেমি পর্যায়ে পৌঁছেছে। এই ৪০০টি ড্রোন নিয়ন্ত্রণ করতে মাত্র একজন মানুষ লাগে।

অবশ্যই বিশ্বের স্মার্ট শিল্পে উন্নত দেশের তুলনায় চীন এখনও পিছিয়ে আছে। বিশেষ করে মৌলিক তত্ত্ব, অ্যালগরিদম, উপকরণসহ নানা ক্ষেত্রে উন্নত বিশ্বমানের সঙ্গে যথেষ্ট ব্যবধান আছে। দক্ষ মানব সম্পদের অভাব এ শিল্পের উন্নয়নের চাহিদা পূরণ করতে পারে না।

চীন স্মার্ট প্রযুক্তি ও অর্থনীতি উন্নয়নের মাধ্যমে চীনা অর্থনীতির রুপান্তর ও উন্নয়ন দ্রুততর করতে পারে এবং বিশ্বের সমৃদ্ধি ও উন্নয়নে নিজস্ব অবদান রাখতে পারবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040