ভারতের নজরুল বিশ্ববিদ্যালয়ের ডি-লিট গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-05-27 18:52:38  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট গ্রহণ করেছেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে শেখ হাসিনার হাতে ডি-লিট সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী। প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট পাওয়াকে খুবই সম্মানজনক বলে উল্লেখ করেন। দুই বাংলার সকল বাঙালির উদ্দেশে এ ডি-লিট উৎসর্গ করেন তিনি। নজরুল চেতনা যুগ যুগ ধরে মানবকল্যাণে উৎসাহ যোগাবে বলে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সমাবর্তনে স্নাতকদের উদ্দেশে বক্তৃতায় শেখ হাসিনা বলেন, তাদের নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবতাকে সমুন্নত রাখতে হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040