সুরের ধারায়-'৭ জুলাই'
  2018-05-25 15:06:48  cri

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে মনের কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সঙ্গীতের কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

বন্ধুরা, এখন শুনুন 'পিচ ফুল ছিপাও' শিরোনামে একটি গান। 'ছিপাও' চীনা নারীর ঐতিহ্যবাহী কাপড়। তার মাধ্যমে নারীদের সুন্দর ফিগার এবং সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। আর চীনারা পিচ ফুল দিয়ে মিষ্টি প্রেমের বর্ণনা করতে পছন্দ করেন। আমার ব্যাখ্যার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই গানটি একটি মধুর প্রেমের গান। আচ্ছা, তাহলে শুনুন সুন্দর গানটি, আশা করি নতুন বছরে আপনাদের প্রেমও আরও মিষ্টি হবে।(১)

এখন শুনুন "আতশবাজি" শিরোনামে একটি গান। গানটি গেয়েছেন কন্ঠশিল্পী কুয়াংলিয়াং। কুয়াংলিয়াং মালয়েশিয়ার গীতিকার। ১৯৭০ সালের ৩০ আগস্ট তাঁর জন্ম। ২০০৫ সালে তাঁর এ্যালবাম 'রূপকথা' বাজারে আসে। এ্যালবামটি এশিয়ায় ২১টি পুরস্কার জিতেছে। বিক্রি হয়েছে ১২ লাখ কপি। আচ্ছা, এখন শুনুন তাঁর গাওয়া আতশবাজি শিরোনামে গানটি। (গান২)

বন্ধুরা, আপনার জীবনে কারও জন্য অপেক্ষা করার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। বন্ধুর জন্য, প্রিয় মানুষের জন্য, বাবা মার জন্য, ছেলেমেয়ের জন্য অপেক্ষা করেন, ইত্যাদি। অপেক্ষার সময় যেন খুব ধীরে চলে। অপেক্ষা করার মূহূর্ত যেন খুব লম্বা হয়ে যায়, তাই না? এখন আপনাদের এমন একটি সুন্দর গান শোনাবো, এর নাম 'কারও জন্য অপেক্ষা'। গানে অপেক্ষা করার অনূভূতি বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তাহলে শুনুন গানটি। (৩)

বন্ধুরা, এখন শুনুন 'ছোট পুতুল' শিরোনামে একটি গান। গেয়েছেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী থিংচু। থিংচুর জন্ম ১৯৮১ সালের ৫ জানুয়ারি। ২০০৭ সালে তাঁর প্রথম এ্যালবাম 'বৃষ্টির শব্দ' বাজারে আসে। এবং তা একই বছর সিঙ্গাপুরের শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার অর্জন করে। তাঁর জীবন অত্যন্ত সুষ্ঠু এবং সুখী, তাই তাঁর গানে কোনো দুঃখ নেই। আছে শুধুই আনন্দ এবং মিষ্টি ভালবাসা। আচ্ছা, তাহলে শুনুন তাঁর মিষ্টি গান। (৪)

প্রিয় বন্ধুরা, এখন আপনাদের যে গান শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'আমি সবসময় তোমাকে পছন্দ করি'। গেয়েছেন কন্ঠশিল্পী কেনিএল। গানের কথা এমন:আমি সবসময় তোমাকে পছন্দ করি, যেন সূর্য আসে এবং যায়, আমি সবসময় তোমাকে পছন্দ করি, যেন মেঘ হাজার হাজার মাইল পাড়ি দেয়। আমি সবসময় তোমাকে পছন্দ করি, যেন বসন্ত আসে শীত্ যায়, তুমিই, তুমি। আচ্ছা বন্ধুরা, তাহলে শুনুন গানটি।(৫)

বন্ধুরা, এখন শুনুন 'আমি যেন কোথায় তোমাকে দেখেছি' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী শুয়েই জি ছিয়ান। আপনার জীবনে কি এমন অনুভূতি আছে, কাউকে যেন আগে দেখেছি, কিন্তু আসলে দেখা হয় নি। হ্যাঁ, এমন বিশেষ অনুভূতি খুব বিস্ময়কর। যেন আপনি আর ঐ ব্যক্তির মধ্যে বিশেষ সম্পর্ক আছে। তাই না? আচ্ছা, তাহলে শুনুন গানটি।(৬)

প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনুন '৭ জুলাই' শিরোনামে একটি গান। গেয়েছেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী সুই হুই সিন। সুই হুই সিনের জন্ম ১৯৭৯ সালের ৫ ডিসেম্বর। ২০০২ সালে তাঁর প্রথম এ্যালবাম বাজারে আসে। আর প্রথম এ্যালবাম দিয়েই তিনি সে বছরের শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন। আচ্ছা, তাহলে শুনুন তাঁর গাওয়া খুব সুন্দর এই গান।(৭)

বন্ধুরা, এখন শুনুন 'তোমাকে ভালোবেসেছি' শিরোনামে একটি গান। গেয়েছেন সঙ্গীত ব্যান্ড বিওয়াইটু। হ্যাঁ, তোমাকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে মিষ্টি এবং সুন্দর ব্যাপার। তোমার ভালোবাসায় আমি আরো চমত্কার হয়েছি। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040