শেনচেন শহরের লুওহু গ্রামের জেলেদের ভাগ্যের পরিবর্তন
  2018-05-25 14:44:23  cri

চীনের শেনচেন শহরের লুওহু জেলেদের গ্রাম। ৪০ বছর আগে ছোট ছোট মাছ-ধরা-নৌকায় জেলেরা মাছ ধরতো। তখন তাদের আয় ছিল খুবই কম; অবস্থা ছিল শোচনীয়। চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হবার পর, শেনচেন শহর বিশেষ অর্থনৈতিক এলাকায় পরিণত হয়। এতে হংকংয়ের অদূরে অবস্থিত লুওহু গ্রামের জেলেদের ভাগ্য খুলে যায়। গ্রামের জেলেদের বার্ষিক আয় এখন প্রায় ৫ লাখ রেনমিনপি। তাঁরা এখন বাস করেন উঁচু উঁচু ভবনে। ৮০ বছর বয়সী উ চিন ছিং বলেন, 'আমাদের এমন সুখী জীবন উন্মুক্তকরণ ও সংস্কার ছাড়া কখনও সম্ভব হতো না।' (সুবর্ণা/আলিম)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040