'বিশ্বের উষ্ণ হৃদয় প্রয়োজন'
  2018-05-25 15:01:15  cri



বন্ধুরা, গত সপ্তাহে আমি আপনাদেরকে চীনের বিখ্যাত্ কন্ঠশিল্পী লিউ হুয়ান'র কন্ঠে কয়েকটি গান শুনিয়েছিলাম। আজকের অনুষ্ঠানেও আমি তাঁর সুন্দর সুন্দর গান শোনাতে থাকব। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'বিশ্বের উষ্ণ হৃদয় প্রয়োজন' শিরোনামের গান। গানটি ১৯৮৮ সালে প্রথম প্রকাশিত হয়। গানে পারস্পরিকভাবে সহায়তা করার ইতিবাচক চিন্তা প্রকাশিত হয়েছে। চলুন, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লিউ হুয়ান'র কন্ঠে 'বিশ্বের উষ্ণ হৃদয় প্রয়োজন' শিরোনামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বাঁকা চাঁদ' শিরোনামের গান শোনাবো। গানটি ১৯৮৯ সালে প্রকাশিত হয়। গানটি চীনের আধুনিক পপ গানের প্রতিনিধিত্বশীল কাজ। সুরকার লি হাই ইং গানে শাস্ত্রীয় সঙ্গীত ও লোক সংগীতের বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করেন। গানে নিজের জন্মস্থান মিস করার অনুভূতি দেখা যায়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন 'বাঁকা চাঁদ' শিরোনামের গান। এখন আমি আপনাদেরকে লিউ হুয়ান'র কন্ঠে 'দেবতা হতে চাই' শিরোনামের গান শোনাবো। গানটি ২০০০ সালে প্রকাশিত হয়। গানটি টিভি সিরিজ 'ওয়েস্ট অফ জার্নি'র থিম সং। 'ওয়েস্ট অফ জার্নি' হল প্রাচীনকালে চারটি বিখ্যাত্ চীনা উপন্যাসের একটি। উপন্যাসে চীনের বিখ্যাত্ ভিক্ষুর শিক্ষার উদ্দেশ্যে প্রাচীন ভারতে যাওয়ার অভিজ্ঞতার গল্প বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।  

বন্ধুরা, শুনছিলেন লিউ হুয়ান'র কন্ঠে 'ওয়েস্ট অফ জার্নি' শিরোনামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'দে স্মিথ প্রাউড ওয়েন্ডারার' শিরোনামের গান শোনাবো। গানটিও একই নামের টিভি সিরিজের থিম সং। তিনি চীনের বিখ্যাত্ নারী কন্ঠশিল্পী ওয়াং ফেই'র সঙ্গে গানটি গেয়েছেন। আগের অনুষ্ঠানে আমি ওয়াং ফেই'র সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আপনাদের মনে আছে? তাহলে আমরা একসঙ্গে 'দে স্মিথ প্রাউড ওয়েন্ডারার' গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লিউ হুয়ান ও ওয়াং ফেই'র কন্ঠে 'দে স্মিথ প্রাউড ওয়েন্ডারার' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আবার রামধনু দেখেছি' নামের গান শোনাবো। গানটি লিউ হুয়ান চীনের বিখ্যাত্ নারী কন্ঠশিল্পী মা আ মিন'র সঙ্গে গেয়েছেন। আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে মা আ মিন'র সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আপনাদের মনে আছে? আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিউ হুয়ান'র কন্ঠে 'আবার রামধনু দেখেছি' শিরোনামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'শ্রদ্ধা' শিরোনামের গান। গানটি ১৯৯৪ সালে প্রকাশিত হয়। গানটি হল 'তিন রাজ্যের রোম্যান্স তিনটি কিংডম যুগ' শিরোনামের টিভি সিরিজের থিম সং। এটি প্রাচীনকালের চারটি বিখ্যাত্ চীনা উপন্যাসের একটি। লিউ হুয়ান নিজের শক্তিশালী কন্ঠ দিয়ে অনেক ধীর প্রশংসনীয় গান গেয়েছেন। চলুন, বন্ধুরা, আমরা একসঙ্গে তাঁর কন্ঠে 'শ্রদ্ধা' শিরোনামের গানটি শুনি।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040