বেইজিংয়ে লি খ্য ছিয়াংয়ের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক
  2018-05-25 14:31:22  cri
মেই ২৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ের গণমহাভবনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকশেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে দু'নেতা বৈঠককে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেন। তাঁরা জানান, দু'দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ছাড়া, দু'দেশই পরস্পরের জন্য আরও উন্মুক্ত হবে। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক হবে আরও শক্তিশালী।

'চীন-মধ্য ও পূর্ব ইউরোপ সহযোগিতা' তথা '১৬+১ সহযোগিতা' সম্পর্কে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেন, এই সহযোগিতা চীন ও সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর অভিন্ন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে দূরত্ব কমাবে।

সাংবাদিক সম্মেলনে জার্মান চ্যান্সেলর বলেন, '১৬+১ সহযোগিতা' একটি কল্যাণকর প্লাটফর্ম। ইউরোপীয় ইউনিয়নের আইন ও নীতির আওতায় জার্মানি এই প্লাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট সকল দেশের কল্যাণ করতে আগ্রহী।(আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040