তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো; বেইজিংয়ের সন্তোষ প্রকাশ
  2018-05-25 10:22:52  cri
মে ২৫: তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে বুর্কিনা ফাসো। এতে সন্তোষ প্রকাশ করেছে বেইজিং। গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে এ-তথ্য জানান।

তিনি বলেন, ১৯৭১ সালের অক্টোবরে জাতিসংঘ সাধারণ পরিষদের ২৬তম অধিবেশনে ২৭৫৮ নম্বর প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয়েছে যে, গণপ্রজাতন্ত্রী চীনের সরকারই অখণ্ড চীনের একমাত্র বৈধ সরকার। এর পর থেকে আন্তর্জাতিক সমাজ 'একচীন-নীতি' মেনে চলছে।

মুখপাত্র বলেন, বর্তমানে চীন ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সার্বিক কৌশলগত সহযোগিতামুলক অংশীদারিত্বের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠেয় চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরামের শীর্ষসম্মেলন দু'পক্ষের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে।

লু খাং আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে গাম্বিয়া, সাও টোম ও প্রিনসিপে আলাদাভাবে বেইজিংয়ের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে। এ-থেকে স্পষ্ট যে, 'একচীন-নীতি' সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ এবং যুগের প্রবণতা। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040