সেন্ট পিটার্সবুর্গে পুতিনের সঙ্গে চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক
  2018-05-25 10:21:43  cri
মে ২৫: চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি শান গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ছি শান বলেন, দু'দেশের সম্পর্কের ওপর যথেষ্ট গুরুত্বারোপ করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। দু'পক্ষের সম্পর্ক এবং শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়ন নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে পুনরায় বৈঠকের প্রত্যাশায়ও রয়েছেন তিনি।

ওয়াং ছি শান আরও বলেন, চীন ও রাশিয়ার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক দু'দেশ ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। দু'পক্ষ পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে সহযোগিতার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতেও দু'দেশের মধ্যে বোঝাপড়া আছে। চীন-রাশিয়া সম্পর্ক দু'টি বড় দেশের মধ্যে সম্পর্কের দৃষ্টান্তস্বরূপ। এ-সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা ও মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে অবদান রেখে চলেছে।

জবাবে পুতিন বলেন, প্রেসিডেন্ট সি'র নেতৃত্বে চীনা জনগণ দেশ গড়ার কাজে আরও অগ্রগতি অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন। চীনা প্রেসিডেন্ট সি'র সঙ্গে পুনরায় বৈঠকে বসার আগ্রহও ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040