কিম জং-উনের সঙ্গে পূর্বনির্ধারিত সিঙ্গাপুর-বৈঠক পিছিয়ে দিলেন ট্রাম্প
  2018-05-25 10:23:23  cri
মে ২৫: উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনের সঙ্গে তাঁর পূর্বনির্ধারিত বৈঠক গতকাল (বৃহস্পতিবার) পিছিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা ছিল।

কিম জং-উনকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতৃবৃন্দের সাম্প্রতিক কথাবার্তায় 'প্রকাশ্য শত্রুতা' প্রকাশ পাওয়ায়, নির্ধারিত বৈঠকটি পিছিয়ে দিতে হচ্ছে। উত্তর কোরিয়া একটি ভালো সুযোগ হাত-ছাড়া করেছে বলেও চিঠিতে উল্লেখ করেন ট্রাম্প। তিনি অবশ্য ভবিষ্যতে 'কোনো এক সময়ে' কিম জং-উনের সঙ্গে বৈঠকে বসার আশাবাদও প্রকাশ করেছেন।

একই দিনে জেনিভা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস সিঙ্গাপুর-বৈঠক পিছিয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ ও সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করা।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনও ট্রাম্প-উন বৈঠক পিছিয়ে দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট দেশগুলোর নেতৃবৃন্দের মধ্যে সরাসরি সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।(সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040