চীন ও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকদ্বয় মুদ্রা-বিনিময় চুক্তি নবায়ন করেছে
  2018-05-25 10:17:04  cri
মে ২৫: পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যাংকের সাথে দ্বিপাক্ষিক মুদ্রা-বিনিময় চুক্তি নবায়ন করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। চুক্তিটির নবায়ন পারস্পরিক বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য সহায়ক হবে। গতকাল (বৃহস্পতিবার) চীনের পিপলস ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক এ-তথ্য জানায়।

চুক্তির আর্থিক মূল্য প্রায় ২০০০ কোটি রেনমিনপি বা ৩৫ হাজার ১০০ কোটি পাকিস্তানি রুপি। চুক্তির মেয়াদ ৩ বছর। তবে দু'পক্ষ সম্মত হলে, চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে।

উল্লেখ্য, দ্বিপাক্ষিক মুদ্রা-বিনিময় চুক্তির আওতায় দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংক পরস্পরের মুদ্রা বিনিময় করে। ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে এক দেশের মুদ্রা অন্যদেশে ব্যবহৃত হতে পারে। গত জানুয়ারিতে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দ্বিপাক্ষিক বাণিজ্য বা বিনিয়োগের ক্ষেত্রে চীনা মুদ্রা ব্যবহার করতে পারবে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040