উত্তর কোরিয়ার পুংঙ্গেই-রি পারমাণবিক পরীক্ষা স্থাপনা ধ্বংস করা হয়েছে
  2018-05-24 19:31:28  cri

মে ২৪: আজ (বৃহস্পতিবার) উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় পুংঙ্গেই-রি পারমাণবিক স্থাপনার কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোও ধ্বংস করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই পারমাণবিক পরীক্ষাগারটি বাতিল করা হলো।

২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই নম্বর সুড়ঙ্গে পাঁচ বার পারমাণবিক পরীক্ষা চালানো হয়। এদিন দুই নম্বর সুড়ঙ্গ এবং পরীক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে এরকম অন্য দু'টি সুড়ঙ্গও ধ্বংস করা হয়। পাশাপাশি পর্যবেক্ষণ কেন্দ্র ও গ্যারিসন ব্যারাকও ধ্বংস করা হয়।

চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও দক্ষিণ কোরিয়া থেকে আসা ১০টি গণমাধ্যমের সাংবাদিক এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040