কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার এখনই সুযোগ
  2018-05-24 18:24:00  cri

মে ২৪: যুক্তরাষ্ট্র সময় গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আর্জেন্টিনা সফর শেষে দেশে ফেরার সময় ওয়াশিংটনে যাত্রাবিরতি করেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে বৈঠক করেন। এরপর তাঁরা যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ নেন।

উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া নেতার শীর্ষসম্মেলন সম্পর্কে ওয়াং ই বলেন, চীন দৃঢ়ভাবে কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়ন করতে চায় এবং এ অবস্থান কখনও পরিবর্তন হবে না। চীন মনে করে, উপদ্বীপে পরমাণু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়নের পাশাপাশি উত্তর কোরিয়ার নিরাপত্তার সংগত উদ্বেগ দূর করা উচিত্। সেইসঙ্গে দীর্ঘমেয়াদি ও কার্যকর উপদ্বীপ নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করা দরকার।

ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরীয় নেতার সরাসরি বৈঠক উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের চাবিকাঠি। সময়মতো এ বৈঠক আয়োজন ও তার সফলতা কামনা করে চীন। চীন আশা করে, দুই নেতা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

চীনও নিজ দায়িত্ব পালন করবে এবং সার্বিক ও কঠোরভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নানা প্রস্তাব মেনে চলবে বলে উল্লেখ করেন ওয়াং ই।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040